Poush Mela: পৌষমেলা করতেই হবে, প্রতিবাদে সোচ্চার পৌষমেলা বাঁচাও কমিটি

Poush Mela: করোনার সময় থেকে শান্তিনিকেতনের পৌষমেলা বন্ধ। পর পর তিন বছর হয়নি। এবার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট মেলার উদ্যোগ নিয়েছিল। তবে সময় হাতে কম থাকায় এবং পরিকাঠামোগত সমস্যার কারণে এবার মেলার মাঠে মেলা করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

Poush Mela: পৌষমেলা করতেই হবে, প্রতিবাদে সোচ্চার পৌষমেলা বাঁচাও কমিটি
মেলার দাবিতে প্রতিবাদ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 2:44 PM

বীরভূম: এবারও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট এই মেলা করে। সোমবারই বৈঠকে বসেছিল তারা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, হাতে সময় খুবই কম থাকায় এবার পৌষমেলা করা সম্ভব নয়। এদিকে পৌষমেলা বন্ধের কথা ঘোষণা হতেই পৌষমেলা করার দাবিতে প্রতিবাদে নামে পৌষমেলা বাঁচাও কমিটি। ছিলেন শান্তিনিকেতনের সাধারণ মানুষ, ব্যবসায়ীরাও।

বিশ্বভারতীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এদিন সেখানে কার্যত গেট ঠেলে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, পৌষমেলা অবিলম্বে করতে হবে। আগের উপাচার্য এই মেলা বন্ধ রেখেছিলেন, এখন তিনি নেই। এখন মেলা করতে হবে।

এক বিক্ষোভকারী বলেন, পাঁচদিন আগেও জানানো হল ওরা ছোট করে মেলা করবে। ছোট ছোট ব্যবসায়ীরা সেইমতো প্রস্তুতি নিয়েছেন। এখন মেলা করবে না বললে কেন মানা হবে? তাঁর কথায়, “আমরা এই মাটি কামড়ে পড়ে থাকব। বসন্ত উৎসব, পৌষমেলা এখানকার সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অঙ্গ। এটাকে এভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায় না। আমরা গণঅবস্থান করব।”

করোনার সময় থেকে শান্তিনিকেতনের পৌষমেলা বন্ধ। পর পর তিন বছর হয়নি। এবার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট মেলার উদ্যোগ নিয়েছিল। তবে সময় হাতে কম থাকায় এবং পরিকাঠামোগত সমস্যার কারণে এবার মেলার মাঠে মেলা করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।