Road Accident: ‘যমের দুয়ারে কাঁটা’ দেওয়ার কথা ছিল বোনের, কিন্তু তারই রক্ত মিশল ভাইফোঁটার মিষ্টির রসে

Birbhum Road Accident: বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির রামমন্দিরের কাছে। মৃতার নাম রীতা সাউ (২৩)। তাঁর বাড়ি বীরভূমের মাডগ্রাম থানার ছোচৌকি গ্রামে। আজ সকালে রীতা তাঁর দাদার সঙ্গে বাইকে বসে ঝাড়খন্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

Road Accident: 'যমের দুয়ারে কাঁটা' দেওয়ার কথা ছিল বোনের, কিন্তু তারই রক্ত মিশল ভাইফোঁটার মিষ্টির রসে
রীতা সাউImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 12:14 PM

নলহাটি: বাইকের পিছনে বোনকে বসিয়ে বাড়ি ফিরছিলেন দাদা। পথে একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েন তাঁরা। এরপর মিষ্টি কিনে রাস্তা পার হতে গিয়েই বিপত্তি। দ্রুত গতিতে আসা ট্রাক্টর ধাক্কা মারল যুবতীকে। তারপর তাঁকে পিষে দিয়ে চলে গেল। পথেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল মিষ্টি। রসের সঙ্গে মিশল রক্ত।

বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির রামমন্দিরের কাছে। মৃতার নাম রীতা সাউ (২৩)। তাঁর বাড়ি বীরভূমের মাডগ্রাম থানার ছোচৌকি গ্রামে। আজ সকালে রীতা তাঁর দাদার সঙ্গে বাইকে বসে ঝাড়খন্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে নলহাটির কাছের একটি রামমন্দিরে মিষ্টি কিনে রাস্তা পার হতে গিয়েছিলেন।

সেই সময় ট্রাক্টর এসে ধাক্কা মারে যুবতীকে। পিষে দিয়ে চলে যায় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। তবে ট্রাক্টরের চালক পলাতক।