Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Arrested: পুলিশের হাতে গ্রেফতার পুলিশ, রামপুরহাট থানার কনস্টেবলকে নিয়ে কলকাতা চলল STF

Police Arrested: তদন্তকারীদের দাবি, মনোজিৎ বাগিশের হাতে রয়েছে প্রচুর আয় বর্হিভূত সম্পত্তি। সেই সব সম্পত্তির ঠিকঠাক হিসাব দিতে পারেননি তিনি। উৎস সম্পর্কেও জানাতে পারেননি। তারপরই শুক্রবার তাঁকে গ্রেফতার করে এসটিএফ।

Police Arrested: পুলিশের হাতে গ্রেফতার পুলিশ, রামপুরহাট থানার কনস্টেবলকে নিয়ে কলকাতা চলল STF
গ্রেফতার পুলিশ কনস্টেবলImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 3:17 PM

রামপুরহাট: আয় বর্হিভূত সম্পত্তি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার খোদ পুলিশ কনস্টেবল। রামপুরহাট থেকে গ্রেফতার রামপুরহাট (Rampurhat) থানার কনস্টেবল মনোজিৎ বাগিশ। এদিন রামপুরহাটে বিশেষ অভিযান চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ। তখনই রামপুরহাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ওই কনস্টেবলের বাড়ি বসিরহাটের বারুইপুর এলাকায়। আগে তাঁর পোস্টিং ছিল হাওড়া থানায়। সেখান থেকে দেড় বছর আগে তাঁর বদলি হয়ে যায় রামপুরহাট থানায়। তারপর থেকে সেখানেই কর্মরত ছিলেন তিনি। খবর এমনটাই।

তদন্তকারীদের দাবি, মনোজিৎ বাগিশের হাতে রয়েছে প্রচুর আয় বর্হিভূত সম্পত্তি। সেই সব সম্পত্তির ঠিকঠাক হিসাব দিতে পারেননি তিনি। উৎস সম্পর্কেও জানাতে পারেননি। তারপরই শুক্রবার তাঁকে গ্রেফতার করে এসটিএফ। তবে তাঁর কাছ থেকে মোট কত পরিমাণ সম্পত্তি পাওয়া গিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এখনও চলছে তদন্ত।