বোমার আঘাতে গুরুতর জখম বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘাটালে তীব্র উত্তেজনা

বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই খবর পেয়ে অকুস্থলে ছুটে গিয়েছিলেন ঘাটালের (Ghatal) বিধায়ক শীতল কপাট (Sital Kapat)। অভিযোগ, সেখানে যেতেই তাঁর উপরও এসে পড়ে বোমা।

বোমার আঘাতে গুরুতর জখম বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘাটালে তীব্র উত্তেজনা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 21, 2021 | 10:53 PM

পশ্চিম মেদিনীপুর: বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই খবর পেয়ে অকুস্থলে ছুটে গিয়েছিলেন ঘাটালের (Ghatal) বিধায়ক শীতল কপাট (Sital Kapat)। অভিযোগ, সেখানে যেতেই তাঁর উপরও এসে পড়ে বোমা। শুক্রবার সন্ধ্যেবেলা গুরুতর আহত অবস্থায় শীতলকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। বিধায়কের পাশাপাশি বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।

জানা গিয়েছে, এদিন সন্ধে নাগাদ ঘাটালের ৩ নম্বর অঞ্চলে বাগানালা গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিধায়ক শীতল কপাট একটি কাজে যান। সেখানে বিনা প্ররোচনায় তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। সেই সময় বিজেপি বিধায়ককে লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন শীতল। আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের আহত অবস্থায় ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর কর্মীদের সবাইকে ছেড়ে দেওয়া হলেও, বিধায়ক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বোমাবাজির ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপি সংঘাত। বিজেপির অভিযোগ, এদিনের ঘটনার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারা পরিকল্পনামাফিক বিধায়কের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ লকডাউন ভেঙে সভা করছিল বিজেপি। পুলিশের কাছে তা জানাতে এখন নজর ঘোরাতে নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছে।

বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। তাঁর কথায়, “নাটক করছে বিজেপি। নিজেরাই করোনা বিধি অমান্য করে এসব করছে। আমরা করোনা আইন না মানায় থানায় অভিযোগ করেছি বিজেপি বিধায়কের নামে। তাই সেসব থেকে নজর ঘোরাতেই এই নাটক।”

আরও পড়ুন: মাংস কাটার ছুরি দিয়ে মেয়ের গলায় কোপ! খুনের চেষ্টার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে 

এদিকে এলাকার উত্তেজনা প্রশমনে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।