Pran company: বড় দুর্ঘটনা! তীব্র আগুনে জ্বলল বাংলাদেশের প্রাণ কোম্পানি
Coochbehar: এ দিকে, ভারত বাংলাদেশের মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে বাংলাদেশি ভোগ্যপণ্যের কোম্পানি প্রাণের গুদামে আগুনে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সীমান্তে। স্থানীয় বাসিন্দা মকসেদুর হক বলেন, "আমাদের পাশেই রয়েছে বাড়ি।
কোচবিহার: বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কোম্পনি ‘প্রাণ’। চিপস-বিস্কুট-সফট ড্রিঙ্ক বেশ জনপ্রিয় সে দেশে। ভারতের বাজারেও প্রাণ কোম্পানির বিভিন্ন জিনিস বিক্রি হয়। এবার কোচবিহারে অবস্থিত বাংলাদেশি সেই কোম্পানির গুদামে লাগল ভয়াবহ আগুন।
মঙ্গলবার সাত-সকালে আগুন লাগে ওই কোম্পানিতে। আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় গোটা এলাকা। এ দিকে, কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে সকাল ১০ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জ দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ চলে। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। অনেকেরই অনুমান শর্ট-সার্কিটের জেড়েই এই অগ্নিসংযোগ ঘটেছে।
এ দিকে, ভারত বাংলাদেশের মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে বাংলাদেশি ভোগ্যপণ্যের কোম্পানি প্রাণের গুদামে আগুনে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সীমান্তে। স্থানীয় বাসিন্দা মকসেদুর হক বলেন, “আমাদের পাশেই রয়েছে বাড়ি। সেখানেই ছিলাম আমরা। হঠাৎ হইচই শুনে ছুটে আসি। তারপর এসে দেখি এই অবস্থা। এখানে প্রাণ কোম্পানির জুস, চিপস, কেক সব রাখা হয়।”