Pujoy Pulse 2025: সব অপেক্ষার অবসান, পুজোয় পালস ট্যাবলো ঢুকছে কোচবিহার, কবে জানেন?
Durga Puja 2025: ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে যাত্রা। ৪ ও ৫ সেপ্টেম্বর কলকাতার পর ট্যাবলো পৌঁছয় বারাসতে। আজ অর্থাৎ শনিবার (৬ সেপ্টেম্বর) বারাসতে রয়েছে ট্যাবলো। আগামিকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর থাকবে সেখানেই।

হাতে আর একটা গোটা মাসও নেই। বাঙালির দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর পুজো মানেই আপনারা জানেন ‘পুজোয় পালস’। টিভি ৯ বাংলা পুজোয় পালস ট্যাবলো ঘোরে জেলায়-জেলায়। এর আগে জেলায় পালস ট্যাবলো পৌঁছনো নিয়ে উত্তেজনা ছিল চরমে। আট থেকে আশি সকলেই টেস্ট করে দেখেছেন পালস ক্যান্ডি। আর তারপর তাঁদের সকলের মুখে একটাই কথা, ‘আমাদের আরও চাই পালস ক্যান্ডি’
জনগণের দাবি মেনে এইবারের পুজোয় আবারও গোটা জেলায় ঘুরবে টিভি ৯ বাংলা পুজোয় পালস ট্যাবলো। উত্তর থেকে দক্ষিণ, পালস ট্যাবলো ঘুরে পুরো রাজ্যে। কবে পৌঁছবে উত্তরের জেলা কোচবিহারে জানেন? আর কোন কোন রুট দিয়ে যাবে পালস ট্যাবলো আসুন জেনে নিই।
৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে যাত্রা। ৪ ও ৫ সেপ্টেম্বর কলকাতার পর ট্যাবলো পৌঁছয় বারাসতে। আজ অর্থাৎ শনিবার (৬ সেপ্টেম্বর) বারাসতে রয়েছে ট্যাবলো। আগামিকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর থাকবে সেখানেই। এরপর ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে পৌঁছবে বহরমপুরে। এরপর ১৬ই সেপ্টেম্বর উত্তরবঙ্গের মালদহে ঢুকবে পালস ট্যাবলো। পরে রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি হয়ে ২৭ সেপ্টেম্বর শনিবার অর্থাৎ মহাপঞ্চমীর দিন কোচবিহার পৌঁছবে ট্যাবলো। তাই আর আপনাদের বেশি অপেক্ষা করতে হবে না। তাহলে কোচবিহারের বাসিন্দারা পুজো শুরু করতেই পারেব পুজোয় পালসের সঙ্গে।
