Balurghat Municipality: সাফাই অভিযানে নামায় বিজেপি নেতাকে ‘হুমকি’, এসব রাজনীতি তৃণমূল করে না পাল্টা শাসকদল
Balurghat: বালুরঘাট টাউন বিজেপির সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার এবং তাঁর পরিবারকে দিনে দুপুরে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

দক্ষিণ দিনাজপুর: পুরকর্তৃপক্ষ এলাকা পরিষ্কার করে না বলে অভিযোগ বিজেপির। ওয়ার্ডগুলি নোংরায় ভরা বলে অভিযোগ তুলে তা প্রতীকী পরিষ্কারে নামেন বালুরঘাট পুর এলাকার বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ, এরপরই বিজেপি নেতার বাড়িতে হুমকি দেওয়া হয়। বিজেপি কেন পুরসভার এলাকা পরিষ্কার করবে, প্রশ্ন তুলে বিজেপি টাউন নেতার বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূলের দাবি, তারা কখনও হুমকির রাজনীতি করে না।
বালুরঘাট টাউন বিজেপির সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার এবং তাঁর পরিবারকে দিনে দুপুরে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার দুপুরে বালুরঘাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের বাড়িতে ২০-২৫ জন তৃণমূল কর্মী ঢুকে হুমকি দেন বলে অভিযোগ। শুধুমাত্র বিশ্বজিৎ সরকার নয়, তাঁর স্ত্রী ও বয়স্ক মাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিশ্বজিতের। এরপরই খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ।

বিজেপির অভিযোগ, পুজোর পর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ময়লা জমে রয়েছে। কিন্তু পুর কর্তৃপক্ষ তা পরিষ্কার করছে না। তাই স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হিসাবে বিজেপির বালুরঘাট টাউন মণ্ডল কর্মীরা রবিবার থেকে সাফাই অভিযান শুরু করেন। বিশ্বজিত সরকার বলেন, “পুজোর মরসুমে পুরো শহর আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পুরসভার কোনও নজরদারি নেই। তাই আমরা এর প্রতিবাদে পুরো শহর জুড়ে প্রতীকী আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। রবিবার ৪ নম্বর ওয়ার্ডের শিবতলি এলাকায় আবর্জনা পরিষ্কারে হাত লাগাই। সেটাই তৃণমূলের গাত্রদাহের কারণ। তৃণমূলের কাউন্সিলর বাদ দিয়ে ওদের যত ছেলে রয়েছে আমার বাড়িতে এসে চড়াও হয়। বলছে ৪ নম্বর ওয়ার্ডে কোনও কাজ করা যাবে না। করলে মেরে ফেলবে।”
যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “পুরসভার প্রতিটা ওয়ার্ডে নিয়মিত সাফাই কাজ করা হয়। বিজেপি ফটোশুটের জন্য নাটক করছে।” একইসঙ্গে বিজেপি কর্মীর বাড়িতে হুমকির ঘটনা তিনি জানেন না বলেই দাবি করেন। অশোক মিত্র বলেন, “এ কথা আমি সংবাদমাধ্যমের কাছেই শুনলাম। এটা জানা নেই। তৃণমূল কখনও কারও বাড়িতে হামলায় বা হুমকির রাজনীতিতে বিশ্বাসী নয়। বালুরঘাট পুরসভার পরিচ্ছন্নতা বিভাগ খুব সুন্দর ও সুষ্ঠুভাবে বালুরঘাট পুরবাসীকে পরিষেবা দেয়।”
