Balurghat : রেললাইনে বিদ্যুতায়নে ‘আলো’ দেখছে বালুরঘাটবাসী, মার্চেই বাড়বে ট্রেনের সংখ্যা?

Balurghat : রেলের (Indian Railway) তরফে বালুরঘাট থেকে একলাখি অবধি বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে৷ ইতিমধ্যেই বিদ্যুতায়নের জন্য পোলও বসানো হয়েছে।

Balurghat : রেললাইনে বিদ্যুতায়নে 'আলো' দেখছে বালুরঘাটবাসী, মার্চেই বাড়বে ট্রেনের সংখ্যা?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 11:00 PM

বালুরঘাট : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। শুরু হয়েছে একলাখি-বালুরঘাট লাইনের বিদ্যুতায়নের কাজ। জোর কদমে চলছে সেই কাজ। বালুরঘাট (Balurghat) রেল স্টেশন (Rail Station) পর্যন্ত বিদ্যুতের খুঁটি পোঁতার কাজও শেষ হয়ে গিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই এই বিদ্যুতায়নের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। বিদ্যুতায়নের কাজ শেষ হলে বালুরঘাট থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলে আশ্বস্ত করেছেন তিনি। রেল লাইনে বিদ্যুতায়নের কাজ শুরু হওয়ায় খুশি বালুরঘাট তথা জেলাবাসী। বালুরঘাট থেকে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ার খবরে আশার আলো দেখছেন সকলে। 

প্রসঙ্গত, ২০০৪ সালে দক্ষিণ দিনাজপুর জেলার মানচিত্রে রেলের প্রবেশ হয়। বালুরঘাট-একলাখি রুটে প্রথম ট্রেন চালু হয়। এদিকে ১৮ বছর আগে ট্রেন পরিষেবা চালু হলেও এতদিন বিদ্যুতায়নের কোনও ব্যবস্থা ছিল না এই রুটে। যার ফলে ট্রেনগুলির গতি যেমন কম, তেমনই বাড়তি লোকাল ট্রেনও নেই। যার ফলে জেলাবাসী রেলপথে যোগাযোগ থেকে অনেকটাই পিছিয়ে ছিল। এবার রেলের তরফে বালুরঘাট থেকে একলাখি অবধি বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে৷ ইতিমধ্যেই বিদ্যুতায়নের জন্য পোলও বসানো হয়েছে। তবে এখনও ইলেক্ট্রিক তার জোড়ার কাজ বাকি রয়েছে। সম্পূর্ণভাবে বিদ্যুতায়নের কাজ আগামী তিনমাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশাবাদী রেল। তাই ওই কাজ শেষ হলেই বাড়তি লোকাল ট্রেন মিলবে। যার ফলে বালুরঘাট থেকে মালদা খুব দ্রুত গতিতে কম সময়ের মধ্যেই যোগাযোগ করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বর্তমানে বালুরঘাট থেকে মাত্র পাঁচটি ট্রেন চালু রয়েছে। বালুরঘাট থেকে বর্তমানে দূরপাল্লার কোন ট্রেন নেই৷ দূরপাল্লার ট্রেন ধরতে জেলাবাসীকে মালদা বা কলকাতা অবধি যেতে হয়। যার ফলে উত্তর পূর্ব রেলের তরফে বালুরঘাট রেল স্টেশনে পিট লাইনের কাজ শুরু হয়েছে। ওই কাজ হয়ে গেলে সরাসরি বালুরঘাট থেকেই দিল্লি বা ব্যাঙ্গালুরুর ট্রেন চালু হবে বলে আশ্বাস দিয়েছে রেল মন্ত্রক। এ বিষয়ে বালুরঘাটের বাসিন্দা রতন মার্ডি বলেন, “আমাদের জেলা যোগাযোগের দিক থেকে খুবই পিছিয়ে রয়েছে। আমাদের এখানে তেমন ট্রেন নেই৷ দীর্ঘদিন পর বালুরঘাট লাইনে বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে। এর ফলে বালুরঘাট থেকে যেমন দূরপাল্লার ও লোকাল ট্রেন চলার সম্ভাবনা রয়েছে। দেখা যাক এখন কতটা কাজ হয়।” এদিন ইলেক্ট্রিফিকেশন, পিট লাইন ও ট্রেনের নিরাপত্তা সংক্রান্ত একাধিক কাজ খতিয়ে দেখেন রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ররা। ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী অন্যদিকে, এদিন সকালে মালদার একলাখি রেল স্টেশনে ফুট ব্রিজ উদ্বোধন করেন সাংসদ খগেন মুর্মু।