Panchayat Election Result 2023: ভোট-পরীক্ষায় পাশ করলেন না ২ ফুটের প্রার্থী, চুমকির গলায় এখন শুধুই হতাশা
South Dinajpur: সব বাধা-বিপত্তি কাটিয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চুমকি। প্রচারও করেছিলেন জোরকদমে। আশা ছিল জিতবেন। আজ সেই আশা নিয়েই গণনাকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হল দক্ষিণ দিনাজপুরের হিলির চুমকিকে।
হিলি: পঞ্চায়েত ভোটে হিলি থানার সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন তিনি। বয়স ২৩ বছর। কলেজ পড়ুয়া চুমকি ঘোষ চেয়েছিলেন ভোটে জিতে মানুষের জন্য কাজ করতে। সেই আশা নিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। বাকিদের থেকে একটু আলাদা চুমকি। উচ্চতা দুই ফুট। আখোড্রিপ্লাসিয়া নামক এক জেনেটিক ত্রুটি রয়েছে তাঁর শরীরে। কিন্তু সব বাধা-বিপত্তি কাটিয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চুমকি। প্রচারও করেছিলেন জোরকদমে। আশা ছিল জিতবেন। আজ সেই আশা নিয়েই গণনাকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হল দক্ষিণ দিনাজপুরের হিলির চুমকিকে। মাত্র ৭৬ ভোটের ব্যবধানে জ্যোৎস্না ঘোষের কাছে পরাজিত হয়েছেন তিনি।
জ্যোৎস্না ঘোষ বিজেপির প্রার্থী। তিনি পেয়েছেন ৪১৬ ভোট। আর চুমকি পেয়েছেন ৩৪০ ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর কিছুটা আশাহত চুমকি। সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রচারে নেমেছিলেন। একইসঙ্গে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার সকালে যখন গণনাকেন্দ্রের দিকে যাচ্ছিলেন, তখনও মনের মধ্যে আশা ছিল, জিতবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা আর পূরণ হল না।
কিছুটা আক্ষেপ আর অভিমানের সুর চুমকির গলায়। বলছেন, তিনি মানুষের সেবা করার জন্য ভোটের ময়দানে নেমেছিলেন। ভোটের প্রচার করেছিলেন। কিন্তু ভোটের ফল এমন হবে, তা আশা করেননি তিনি। বললেন, ‘মানুষ যদি আমাকেই নাই চায়, তাহলে আর রাজনীতিতে থেকে কী করব! মানুষ আমার উপর ভরসা রাখতে পারেনি। চায়নি আমি জিতি।’ হতাশা মিশ্রিত গলায় জানালেন, ভোটে জিতে মানুষের সেবা করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা ফল প্রকাশ্যে আসার পর ভেঙে গিয়েছে। আক্ষেপ ভরা কণ্ঠে বললেন, ‘আমি আর রাজনীতি করব না।’