Darjeeling: দার্জিলিঙের পাহাড়ে লুকিয়ে ভয়াবহ বিপদের ভ্রূকুটি!
Himalayan Alert: হিমালয় অস্থির ও স্পর্শকাতর পাহাড়। পাহাড়ের শিলা নতুন। ফলে হিমাচল হোক বা দার্জিলিঙের ধস- এগুলি প্রকৃতির প্রতিশোধ। এভাবে চলতে থাকলে পরবর্তী ১০ বছরের মধ্যেই হিমাচল, উত্তরাখণ্ডের মতো দার্জিলিঙে বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ দমদমের কাউন্সিলার তথা পরিবেশবিদ ড. অঞ্জন সিনহার। পরিবেশের কথা না ভেবে নগরায়ন করলে এরকম হতে পারে বলে জানিয়েছেন বিজেপি নেতা তথা পরিবেশকর্মী ড. মোহিত রায়ও।

‘কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা…’ -ছোট থেকেই ভ্রমণপিপাসু তিতলি। বলা যায়, যেমন নাম, তেমনই স্বভাব। যেন ওর জন্য একেবারে পারফেক্ট এই নাম। আজ তিতলি বড় হয়েছে। কলেজ পাশ করে কর্মজীবনে প্রবেশ করেছে। কিন্তু, যখন ছোট ছিল, স্কুলে পড়ত, তখন থেকেই ঘোরা-বেড়ানোর নাম শুনলে নাওয়া-খাওয়া ভুলে যেত। শনিবার মাস্টারমশাই পড়াতে আসতেন না। তাই স্কুল ছুটি ছুটির পর বাড়ি ফিরেই তাকে নিয়ে বেরোতে হবে। কোথাও না হলে পিসতুতো দাদার সঙ্গে চলে যেত পিসির বাড়ি। আবার সোমবার সকালে ফিরে স্কুল করত। ঘোরা-বেরানোর জন্য যেন এতটুকু ক্লান্তি নেই। আজ সেই ছোট্ট তিতলি অনেক বড় হয়েছে। এক নামি MNC কোম্পানিতে চাকরি করছে। তবু তার ঘোরার নেশা কাটেনি। আজও দু-তিন মাস ছাড়াই যেভাবেই হোক অন্তত ২-৩ দিনের ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়ে। আজ আর বেড়াতে যাওয়ার জন্য তিতলির কাউকে লাগে না। বন্ধু বা পরিবারের কেউ সঙ্গে গেলে ভাল, নয়তো নিজেই ব্যাগ গুছিয়ে, ট্রেনের তৎকাল টিকিট কেটে বেরিয়ে পড়ে। আসলে, সোলো ট্রাভেলার হতে চায় তিতলি। তবে...





