Amit Shah: সীমান্তে চোখ রাঙাচ্ছে শত্রুরা, BSF এর পাশাপাশি রণকৌশল তৈরি SSB-র, আসছেন অমিত শাহ
Amit Shah: প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তে মোট ৫৪৬ কিমি এলাকার মধ্যে ৩৩১ কিমি নেপাল সীমান্ত এবং ২১৫ কিমি ভুটান সীমান্তে SSB মোতায়েন আছে। তবে বেশি উদ্বেগ উত্তরবঙ্গের চিকেন নেক শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে।
শিলিগুড়িঃ তপ্ত বাংলাদেশ। উত্তপ্ত পরিস্থিতি সীমান্তেও। বিগত কয়েকদিনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও বড়সড় পারাপতন দেখা গিয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা। এবার ঝটিকা সফরে শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। SSB-র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সরকারি এই অনুষ্ঠানে অমিত শাহের যোগদানকে সামনে রেখে জোর তৎপরতা উত্তরবঙ্গে।
এদিন শিলিগুড়িতে Raising Day Parade-এ যোগ দিতে এসে এসএসবি ডিজি অমৃত মোহন প্রসাদ বলেন, “উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে দু’পাশে নেপাল ও ভুটান সীমান্ত পাহারা দিচ্ছে এসএসবি। প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ আসছে। আভ্যন্তরীণ নিরাপত্তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। বাহিনী সদা সতর্ক রয়েছে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসছেন। তিনিই আমাদের নতুন বার্তা দেবেন।”
প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তে মোট ৫৪৬ কিমি এলাকার মধ্যে ৩৩১ কিমি নেপাল সীমান্ত এবং ২১৫ কিমি ভুটান সীমান্তে SSB মোতায়েন আছে। তবে বেশি উদ্বেগ উত্তরবঙ্গের চিকেন নেক শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে। দুই পাশে আন্তর্জাতিক সীমান্ত। তাই এই এলাকা দিয়ে যাতে অনুপ্রবেশ না হয় তা ঠেকাতে তৎপর রয়েছেন এসএসবি-র জওয়ানরা। একইসঙ্গে চোরাচালান রুখতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সোজা কথায় বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে বিএসএফ ছাড়াও পশ্চিমবঙ্গে মোতায়েন বিভিন্ন বাহিনীও তৎপর রয়েছে।