AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sovan Chatterjee meet Mamata: বান্ধবী বৈশাখীকে নিয়ে দার্জিলিংয়ে শোভন, মমতার সঙ্গে ২ ঘণ্টা ধরে বৈঠক

Darjeeling: এরপর আজ উত্তরবঙ্গে পৌঁছলেন শোভন। এমন একটা সময় যেখানে প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিধ্বস্ত পাহাড়। মুখ্যমন্ত্রী ব্যস্ত সেই পাহাড়কে ছন্দে আবার আগের মতো ফিরিয়ে আনতে। সেই দার্জিলিংয়ে গেলেন শোভন। তবে জানা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে ডেকেছিলেন নাকি তিনি নিজেই গিয়েছেন সেখানে। সূত্রের খবর, প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়েছে তাঁদের।

Sovan Chatterjee meet Mamata: বান্ধবী বৈশাখীকে নিয়ে দার্জিলিংয়ে শোভন, মমতার সঙ্গে ২ ঘণ্টা ধরে বৈঠক
দার্জিলিংয়ে শোভন-বৈশাখী Image Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 16, 2025 | 2:34 PM
Share

দার্জিলিং: উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতির পর দ্বিতীয়বারের জন্য সেখানে গিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন তিনি। এবার সেখানেই পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। মমতার সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। আর ভোটের ঠিক আগে-আগে এই ঘটনায় রাজনীতির অলিগলিতে চড়ছে পারদ। তবে কি আবার তৃণমূলে যোগ দেবেন তিনি?

দিনটা ছিল ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ওই দিন দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। কালীঘাটে চলে এই বৈঠক। প্রায় ঘণ্টা তিনেক কথা বলেন তাঁরা। অভিষেকের সঙ্গে সেদিন কী কথা হয়েছে তা স্পষ্ট সেদিন না বললেও শোভন নিজেই জানিয়েছেন,তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান। ‘কোট আন কোট’ শোভন সাংবাদিকদের বলেন, “যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক ও যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে সেগুলো বাস্তবায়িত করতে চাইছেন, তা দেখেছি। তাই দেখা করতে চেয়েছিলাম। দল সময় দিয়েছে। দীর্ঘক্ষণ আলোচনা করেছি।”

এরপর আজ উত্তরবঙ্গে পৌঁছলেন শোভন। এমন একটা সময় যেখানে প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিধ্বস্ত পাহাড়। মুখ্যমন্ত্রী ব্যস্ত সেই পাহাড়কে ছন্দে আবার আগের মতো ফিরিয়ে আনতে। সেই দার্জিলিংয়ে গেলেন শোভন। তবে জানা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে ডেকেছিলেন নাকি তিনি নিজেই গিয়েছেন সেখানে। সূত্রের খবর, প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়েছে তাঁদের।

প্রসঙ্গত, একসময় মেয়র পদে ইস্তফা দিয়ে দল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগও দেন তিনি। কিন্তু পরে দেখা যায় বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে। কিন্তু এত সবের পরও প্রতি বছর মমতার কাছে ভাইফোঁটা নিতেও দেখা যায় শোভনকে। তবে রাজনীতির সঙ্গে যুক্ত নেই বহুদিন।