তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, জল্পনায় জল ঢাললেন ডায়মন্ড হারবারের বিধায়ক

গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন? রাত পোহাতেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেন, তিনি তৃণমূলেই আছেন।

তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, জল্পনায় জল ঢাললেন ডায়মন্ড হারবারের বিধায়ক
ছবি- ফেসবুক
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 9:29 PM

ডায়মন্ড হারবার: তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। জল্পনায় জল ঢেলে বুধবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ডায়মন্ড হারবারে তৃণমূলের বিধায়ক দীপক হালদার। গতকালই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে জল্পনার পারদ দ্বিগুণ করে তুলেছিলেন তৃণমূলের বিধায়ক। তাহলে কি তিনিও গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন? রাত পোহাতেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেন, তিনি তৃণমূলেই আছেন।

শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে দীপক হালদারের সাফাই, “শোভন দার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এদিন নিছক সৌজন্য মূলক স্বাক্ষাৎ ছিল। দাদার বাড়ির কাছে গিয়েছিলাম তাই ঘুরে এলাম। এখানে রাজনীতির কোনও যোগ নেই।” কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে যুব তৃণমূলের আয়োজিত অভিষেকের সভায় অন্যান্য বিধায়করা উপস্থিত থাকলেও দীপক হালদারকে দেখা যায়নি। এনিয়েও বিস্তর জলঘোলা হয়। এ দিন এ প্রসঙ্গে ডায়মন্ড হারবারের বিধায়ক বলেন, “দলের কাছে আমি ১৫ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলাম। তার আগে কোন রাজনৈতিক সভা কিংবা কাজে থাকব না। ১৫ জানুয়ারির পরই আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব।”

উল্লেখ্য, আর পাঁচটা তৃণমূলের নেতার মতো তাঁকে অনেক দিন বেসুরো গাইতে দেখা গিয়েছে। দলের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ প্রকাশ যেমন করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি অভিযোগ করেন, চার বছর ধরে তাঁকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর আরও তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। এই আবহে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন দীপক এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরির কর্মাধ্যক্ষ আবু তাহের সরদার। সূত্রের খবর প্রায় দু ঘন্টার বেশি বৈঠক করেন তাঁরা। এই বৈঠকের পর দীপকের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়তে থাকে।

আরও পড়ুন: এক সঙ্গে লড়ার বার্তা দিতে এসেছিলেন, ফিরলেন গোষ্ঠী কন্দোলের অভিজ্ঞতা নিয়ে

এরপরই দীপককে তৃণমূল থেকে সাসপেন্ড করার জল্পনা তৈরি হয় দলের অন্দরে। তবে দীপকের বিষয়ে জেলার তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে রাজি হয়নি। বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেন,”কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা নিশ্চিত ভাবে হারবেন৷ তা না হলে বিজেপিতে হাত মেলাবেন। ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপিতে হাত মেলানোর জন্য তৈরি হয়ে গিয়েছেন। সকলকেই দলে আসার জন্য সাদর আমন্ত্রণ।’

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?