এক সঙ্গে লড়ার বার্তা দিতে এসেছিলেন, ফিরলেন গোষ্ঠী কোন্দলের অভিজ্ঞতা নিয়ে
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল। তাছাড়াও দলীয় গোষ্ঠী কোন্দলে রীতিমতো দিশেহারা দল।
চালসা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈঠকেও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। একাধিক নেতা পরস্পরের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ। বিধানসভা নির্বাচনে এক হয়ে লড়ার বার্তা দিতে গিয়ে নিজেকেই শুনতে হল দলের মধ্যে চরম গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। একাধিক জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।
বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল। তাছাড়াও দলীয় গোষ্ঠী কোন্দলে রীতিমতো দিশেহারা দল। সেই গোষ্ঠী কোন্দল মেটাতেই বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বুধবার ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে পুজো দিতে আসেন তিনি। এরপর তিনি সেখান থেকে চালসার উদ্দেশে বেরিয়ে যান। চালসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু, ধূপগুড়ি পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সহ তৃণমূল নেতারা। তবে সেখানে ডাক মিলেনি জেলা সহ-সভাপতি তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়ার।
ময়নাগুড়ির নেতা শশাঙ্ক রায় বসুনিয়া জানান, বাড়ির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন অথচ জেলা সহ-সভাপতি হয়ে মিটিংয়ে ডাক পাইনি। এদিকে জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসুকে দলের বাড়তি দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মোহন বসু চালসার বৈঠক থেকে বেরিয়ে দলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। তাঁর কথায়, “মমতা বন্দোপাধ্যায়ের ডাকে সাড়া দেব। সভাপতির ডাকে নয়। আমি আমার মতো চলব। আজকের বৈঠকে দলের মঙ্গলই হল। যা আলোচনা হয়েছে তাতে দলের মঙ্গল হবে। আমাকে অভিষেক বাড়তি দায়িত্ব দিয়েছে। এখনও পর্যন্ত জেলা কমিটির মিটিং হয়নি সে বিষয়টিও আমি তাকে জানিয়েছি।”
আরও পড়ুন: বাংলাদেশীদের নামে ভুয়ো জব কার্ড! টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার তৃণমূল উপপ্রধান
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলীয় মিটিং এ ধূপগুড়িকে মহকুমা করার দাবি জানালেন ধুপগুড়ি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান রাকেশ সিং। কলকাতায় গিয়ে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।