BJP: রেল ৩০০ কোটি দিলেও কেন শেষ হচ্ছে না জমি অধিগ্রহণের কাজ? বড় আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির
BJP: সোমবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বে কয়েকজনের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের (ভূমি রাজস্ব) কাছে যান। দ্রুত কাজ শেষ না হলে বড় আন্গোলনের হুঁশিয়ারিও দেন।
বালুরঘাট: বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণ নিয়ে চাপানউতোর চলছে সেই কবে থেকে। রেলের তরফে পর্যাপ্ত টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এখনও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। এক বছরের বেশি সময় কেটে গেলেও মাত্র ৩০ শতাংশ জমি অধিগ্রহণ হয়েছে বলে খবর। কিন্তু, কেন এত ধীর গতিতে হচ্ছে কাজ? প্রশ্ন তুলে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। এলাকার বিজেপি নেতা থেকে কর্মীরা সোজা দ্বারস্থ হলেন বালুরঘাট জেলা প্রশাসনের।
সোমবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বে কয়েকজনের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের (ভূমি রাজস্ব) কাছে যান। কেন এত দেরিতে কাজ হচ্ছে সেই কারণ জানতে চান। একইসঙ্গে দিয়ে দেন আল্টিমেটাম। দ্রুত শেষ করতে হবে জমি হস্তান্তরের কাজ। যদি তা দ্রুত করা সম্ভব না হয় তাহলে তাঁরা শীঘ্রই বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বলে খবর।
কিন্তু কী বলছে জেলা প্রশাসন? চলতি মাসের মধ্যে কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানাচ্ছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এখন দেখার কাজ কত দ্রুত বাস্তবায়িত হবে। সূত্রের খবর, জেলা প্রশাসনকে প্রায় ৩০০ কোটি টাকা জমি হস্তান্তরের জন্য হস্তান্তর করেছে রেল। কিন্তু, তারপরেও কেন জমি অধিগ্রহণের কাজ শেষ করা যাচ্ছে না সেই প্রশ্ন উঠছে। যা নিয়েই সরব হয়েছে পদ্ম শিবির। ইতিমধ্য়েই এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলেও।