AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ‘অনেক অত্যাচার করেছিলেন, এখন তিনিই…’, বঙ্কিমকে নিয়ে ক্ষোভ উগরালেন বিজেপি নেতৃত্ব

Hooghly BJP: চুঁচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস আগামী বিধানসভায় বিজেপি টিকিটের দাবিদার বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে যাঁর বিরুদ্ধে, সেই প্রাক্তন পুলিশ আধিকারিককে দলেরই কর্মীরা মেনে নেন কিনা তা নিয়েই বিজেপি অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

Hooghly: 'অনেক অত্যাচার করেছিলেন, এখন তিনিই...', বঙ্কিমকে নিয়ে ক্ষোভ উগরালেন বিজেপি নেতৃত্ব
বঙ্কিম বিশ্বাসকে নিয়ে ক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2025 | 11:03 AM
Share

হুগলি: বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন তাঁর ওসি থাকার সময়ে। সেই প্রাক্তন পুলিশ আধিকারীক বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মী-সহ বিজেপি হুগলি জেলা সভাপতি। মঙ্গলবার কলকাতায় বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন পুলিশ অফিসার বঙ্কিম বিশ্বাস। হুগলির গুড়াপ-সহ বিভিন্ন থানায় তিনি ওসি’র দায়িত্বে ছিলেন।

সম্প্রতি হাওড়ার ব্যাটরা থানায় আইসি থাকাকালীন স্বেচ্ছাবসর নেন বঙ্কিম। চাকরি ছাড়ার পর বিজেপি দলে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নেমে পড়লেন। আর তাঁর এই বিজেপিতে যোগ দেওয়া ভালভাবে নিচ্ছেন না হুগলির বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।

চুঁচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস আগামী বিধানসভায় বিজেপি টিকিটের দাবিদার বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে যাঁর বিরুদ্ধে, সেই প্রাক্তন পুলিশ আধিকারিককে দলেরই কর্মীরা মেনে নেন কিনা তা নিয়েই বিজেপি অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, “প্রাক্তন পুলিশকর্মী বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগদান করেছেন জেলা সভাপতি হিসাবে আমার জানা ছিল না এবং আমাকে জানানো হয়নি। সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমি জানতে পারি উনি আমাদের বিজেপিতে যোগদান করেছেন।”

ধনিয়াখালিতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায়ও বিভিন্ন অভিযোগ করেছেন বলে তাঁর দাবি। তিনি অভিযোগ করেন, “অতীতে দীর্ঘদিন বিজেপি কর্মী ও নেতাদের উপরে অত্যাচার শুরু করে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে। এইসব ঘটনা রাজ্য নেতৃত্বরা জানেন না যারা যোগদান করিয়েছে।আমি রাজ্য নেতৃত্বের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই আগামী দিন যাঁরা যোগদান করবেন অন্তত জেলা স্তরে যেসব কর্মীরা রয়েছেন, তাঁদের জানানো হোক। না জানানোর কারণেই কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।”

স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ২০২১ সালের নির্বাচনের আগে  এমন অনেককেই যোগদান করানো হয়েছিল, যাঁদের কারণে আসানুরূপ ফল হয়নি। বঙ্কিম বিশ্বাস যদিও এখনই এ প্রসঙ্গে কিছু বলতে নারাজ।।