Panchayat Election 2023: বাড়ির সামনে পড়ে তাজা বোমা, তা-ও সিপিএম নেতা বলছেন, ‘ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না’
Panchayat Election 2023: রাতের অন্ধকারে ৩ সিপিএম নেতার বাড়িতে বোমাবাজি। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের। রাত থেকেই একটি তাজা বোমা এখনও পড়ে আছে সিপিএম নেতার বাড়ির সামনে। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুরে। ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
আরামাগ: কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বসতবাড়ি লাগোয়া এলাকায় রাতের অন্ধকারে বোমাবাজি। বোমাবাজি চলল সিপিএম (CPIM) নেতাদের বাড়ির সামনে। সিপিএমের অভিযোগ তাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু, বাম প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করায় রবিবার রাতে তিনজন সিপিএম নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কামারপুকুরের (Kamarpukur) দাপুটে সিপিএম নেতা ত্রিলোক ঘোষের বাড়িতেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এখনও একটি তরতাজা বোমা তিলক ঘোষের বাড়ির পাশে পড়ে আছে বলে খবর। তিলকবাবুর অভিযোগ তাঁর বাড়ির কিছু দূরেই তৃণমূলের গোঘাট দু’নম্বর ব্লক সভাপতি অরুণ কেওড়ার বাড়ি। রাতে বারবার তাঁকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। খবর যায় পুলিশে। রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ।
এদিকে এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। শোরগোল চলছে জেলার রাজনৈতিক মহলেও। যদিও এই নিয়ে টিভি-৯ বাংলার তরফে গোঘাট দু’নম্বর ব্লক সভাপতি অরুণ কেওড়ার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। প্রশ্নের মুখে পুলিশি নজরদারি।
ঘটনায় শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার সিপিএম নেতারা। সিপিএম নেতা শ্রীকান্ত চক্রবর্তী বলেন, “সন্ধ্যা থেকেই কামারপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে তৃণমূলের গুন্ডারা। ৯টা গাড়িতে ২০ জন ছেলে এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে। রাত আড়াইটের সময় আমার বাড়ির সামনে পরপর তিনটে বোমা মারে। মোট পাঁচটা বোমা মারে। তার মধ্যে তিনটে ফাটে। আমাদের দলের বিভিন্ন কমরেডদের বাড়িতে বোমা চার্জ করেছে। তবে ওদের মনে রাখা উচিৎ ভয় দেখিয়ে বামপন্থীদের দমিয়ে রাখা যাবে না।”