WB Panchayat Polls 2023: প্রার্থীর নামের ওপর কালি, মনোনয়ন-পর্ব মিটতেই শুরু দেওয়াল দখলের টানাপোড়েন
WB Panchayat Polls 2023: অভিযোগ, রাতের অন্ধকারেই বিরোধীরা দেওয়ালে লেখা নামের উপর রাস্তার পাশে থাকা সিমেন্ট লাগিয়ে প্রার্থীর নাম মুছে দেন। দেওয়াল দখলের লড়াই নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
হুগলি: পঞ্চায়েত ভোটের মনোনয়মপত্র জমা দেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখলের লড়াই। আর সেই দেওয়াল দখলের লড়াই থেকেই প্রার্থীর নামের ওপর কালি। বিঘাটি পঞ্চায়েতের ৩নম্বর সংসদের ১৫৯ নম্বর বুথের নব নির্বাচিত তৃণমূল প্রার্থী হরিপদ ঘোষ। হরিপদ ঘোষের সমর্থনে রবিবার রাতে বেশ কিছু দেওয়াল লেখেন তৃণমূল কর্মীরা।
অভিযোগ, রাতের অন্ধকারেই বিরোধীরা দেওয়ালে লেখা নামের উপর রাস্তার পাশে থাকা সিমেন্ট লাগিয়ে প্রার্থীর নাম মুছে দেন। দেওয়াল দখলের লড়াই নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
যদিও তৃণমূল প্রার্থীর অভিযোগ, এই ঘটনার পিছনে সিপিআইএম বা বিজেপি থাকতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ করেন তৃণমূল প্রার্থী হরিপদ ঘোষ। এই নিয়ে বিঘাটি পঞ্চায়েতের প্রাক্তন বিরোধী নেতা তথা সিপিআইএম নেতা শ্যামল পাত্র জানান, এ ধরনের ঘটনা এখনও পর্যন্ত কোনওদিন ঘটেনি। এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এইসব কাজের সঙ্গে তাঁরা যুক্ত নন। তৃণমূল প্রার্থীর বক্তব্য, “রাতেই নাম লেখা হয়েছে। সকালে কাজে যাওয়ার সময়ে দেখি সিমেন্ট লাগানো। এখানে সরকারি কাজ হচ্ছে, সেখান থেকেই সিমেন্ট নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে।”
বিজেপির সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। কে বা কারা এই কাজ করেছেন,এই বিষয়ে তাঁরা অবগত নন।