Dankuni Municipality: লাগাতার পুকুর ভরাটের অভিযোগ, রুখে দাঁড়ালেন এলাকাবাসী

Dankuni Municipality: ডানকুনি পুরসভার ১৪ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডের বহু প্রাচীণ এই ঝিল। একদিকে যেমন একাধিক কাজে ব্যবহার করেন স্থানীয় বাসিন্দারা।

Dankuni Municipality: লাগাতার পুকুর ভরাটের অভিযোগ, রুখে দাঁড়ালেন এলাকাবাসী
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 12:45 PM

ডানকুনি: পুরসভাকে জানিয়েও হল না সুরাহা। পুরসভার নির্দেশ অমান্য করেই দিনের আলোয় চলছিল ঝিল ভরাট। সেই ঝিল বাঁচাতে ভরাট আটকে দিল স্থানীয় বাসিন্দারাই। ঝিল ভরাটকে কেন্দ্র করে এলাকায় তৈরি হল উত্তেজনা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডানকুনি থানার পুলিশ।

ডানকুনি পুরসভার ১৪ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডের বহু প্রাচীণ এই ঝিল। একদিকে যেমন একাধিক কাজে ব্যবহার করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, এই ঝিল পৌরসভার একাধিক ওয়ার্ডের জল নিকাশি অন্যতম ভরসা বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষাকালে ডানকুনি পৌরসভার ১৪,১৫,২০ নং ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার জমা জল এসে পড়ে এই ঝিলে ফলে কিছুটা হলেও এলাকার মানুষ স্বস্তিতে থাকেন।

কিছুদিন আগেই এই ঝিল ভরাটের অভিযোগ উঠেছিল এলাকার কাউন্সিলারের পছন্ন মদতে। এলাকাবাসী পৌরসভার দ্বারস্থ হলে ঝিল ভরাট বন্ধের আশ্বাস দেন পৌর চেয়ারম্যান। বেশ কিছু দিন ঝিল ভরাটের কাজ বন্ধ থাকলেও আজ সকাল থেকে বালি ফেলে ঝিল ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। তাঁদের নজরে পড়তেই বাধা দেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উত্তেজনা।

যদিও এলাকাবাসীদের বাধার মুখে পড়ে ঝিল ভরাট বন্ধ করে দেন ঝিলের মালিক। ঝিলের মালিকের দাবি এটা শালী জমি আইন মেনেই তিনি তা ভরাট করছেন।অন্যদিকে ঝিল ভরাটের বিরুদ্ধে একাট্টা এলাকার বাসিন্দারা।