Polba Physical Harassment: বিয়ের প্রস্তাবে ‘না’, পড়তে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী
Polba Physical Harassment: টিউটোরিয়ালের এক শিক্ষককে ফোন করে ছাত্রীর মা জানতে পারেন, পড়ানো যে হবে না , তা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়েছিল। রাত ভোর খুঁজে না পেয়ে পুলিশকে জানায় ছাত্রীর পরিবার।
পোলবা: পড়তে গিয়ে বাড়ি ফেরার পথে যৌন নির্যাতনের ‘শিকার’ ছাত্রী! পোলবা থানায় গণ ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধায় পোলবার একটি এলাকায় টিউশন পড়তে গিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। সাড়ে আটটা বেজে গেলেও বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ শুরু হয়। টিউটোরিয়ালের এক শিক্ষককে ফোন করে ছাত্রীর মা জানতে পারেন, পড়ানো যে হবে না , তা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়েছিল। রাত ভোর খুঁজে না পেয়ে পুলিশকে জানায় ছাত্রীর পরিবার। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
ভোরে নিজেই সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে ছাত্রী। ছাত্রীর বয়ান অনুযায়ী, বাইকে গিয়ে তার রাস্তা আটকায় তারই পরিচিত এক যুবক। তাঁর দাবি, ওই যুবক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাজি না হওয়ায় নাকে কিছু স্প্রে করে আমাবাগানে টেনে নিয়ে যান। অচৈতন্য করে যৌন নির্যাতন করা হয়।
ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে ছাত্রীর দাবি। ভোরে জ্ঞান ফিরতে ছাত্রী দেখে তার সাইকেল পাশেই পড়ে রয়েছে। অভিযুক্তরা ফোনে কথা বলতে ব্যস্ত থাকার সুযোগে সেখান থেকে চলে যায়। পোলবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ছাত্রীর বয়ানও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত যুবকের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল কিনা, সেটাও দেখা হচ্ছে। নিগৃহীতা ছাত্রীর শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করছে পুলিশ।