ছেলে বিজেপি কর্মী, ভ্যাকসিন না দিয়ে বৃদ্ধ বাবাকে তাড়ানোর অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে

Vaccine: পূর্ব রামনগর পঞ্চায়েত উপ-প্রধান আশিস সামন্ত বলেন, এই ধরনের কোনও ঘটনার কথা তিনি শোনেননি। বলেন, ভ্যাকসিন নিয়ে এই ধরনের ঘটনা কাম্য নয়। তবে খোঁজ নিয়ে দেখা হবে এরকম কোনও ঘটনা ঘটেছে কিনা।

ছেলে বিজেপি কর্মী, ভ্যাকসিন না দিয়ে বৃদ্ধ বাবাকে তাড়ানোর অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jul 02, 2021 | 5:39 PM

হুগলি: ছেলে এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। এই কারণেই তাঁর আশি বছরের বাবাকে ভ্যাকসিন না দিয়ে কার্যত তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল হুগলির পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।

তারাকেশ্বর পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশি বছর বয়সী পরিতোষ বিশ্বাসের অভিযোগ, শুক্রবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আগের দিনই তাঁর বাড়িতে টোকন দিয়ে যান এলাকার আশাকর্মী। সেই মত এদিন পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতে ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিত হন তিনি। ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়ান। এই বৃদ্ধ বয়সে প্রায় তিন ঘণ্টা ঠায় লাইনে দাঁড়িয়ে থাকার পর ভ্যাকসিন নেওয়ার সময় তাঁকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু কেন?

পরিতোষবাবুর দাবি, পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী তাঁকে সবার সামনে গালিগালাজ করতে থাকেন। এমনকি ছেলে বিজেপি কর্মী বলে তাঁকে ভ্যাকসিন দেওয়া হবে না বলেও জানিয়ে দেয় ওই পঞ্চায়েত কর্মী! ভ্যাকসিন না পেয়ে এবং অপমানিত হয়ে টিকাকেন্দ্র থেকে ফিরে আসেন বৃদ্ধ। এর পর পুরো বিষয়টি তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পুলিশকে জানান।

যদিও পূর্ব রামনগর পঞ্চায়েত উপ-প্রধান আশিস সামন্ত বলেন, এই ধরনের কোনও ঘটনার কথা তিনি শোনেননি। পাশাপাশি তিনি এও বলেন, ভ্যাকসিন নিয়ে এই ধরনের ঘটনা কাম্য নয়। তবে খোঁজ নিয়ে দেখা হবে এরকম কোনও ঘটনা ঘটেছে কিনা। অভিযোগ সত্যি হলে তিনি নিজে ওই বৃদ্ধের ভ্যাকসিনের বন্দোবস্ত করবেন বলেও প্রতিশ্রুতি দেন উপ-প্রধান।

আরও পড়ুন: ‘দল চালাতে গেলে টাকা নিতে হয়’, বেফাঁস মন্তব্য পঞ্চায়েত প্রধানের, ‘পদ যেতে পারে’, শাসন সুব্রতর 

এদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “তৃণমূলের এটাই কালচার, ভ্যাকসিন নিয়ে যে নোংরামো চলছে তা বন্ধ করা উচিত। এর জন্য যেখানে জানানোর সেখানে জানানো হবে।”