কিছুদিন ধরেই নিখোঁজ মা-মেয়ে, আচমকা তাঁদের বন্ধ ঘর থেকে বেরতে শুরু করল পচা গন্ধ!

Murder Case: প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে মা-মেয়েকে। মৃতার পলাতক স্বামীরও খোঁজ করছে পুলিশ।

কিছুদিন ধরেই নিখোঁজ মা-মেয়ে, আচমকা তাঁদের বন্ধ ঘর থেকে বেরতে শুরু করল পচা গন্ধ!
সিল করে দেওয়া হচ্ছে বাড়ি, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 7:53 PM

হুগলি:  বেশ কিছুদিন ধরেই মা-মেয়ের দেখা পাচ্ছিলেন না স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকতেই উদ্ধার হল মা-মেয়ের পচাগলা দেহ (Dead Body)! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবার মহানাদ শীতলাতলায়। জানা গিয়েছে, মৃতার নাম পিঙ্কি ওরাও। তাঁর আড়াই বছরের কন্যা সন্তানের নাম জানা যায়নি। খোঁজ মেলেনি মৃতার স্বামীরও।

এলাকাবাসী জানিয়েছেন, সন্তোষ পাল নামে এক স্থানীয়ের বাড়িতে মাস খানেক আগে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন পিঙ্কি ও তাঁর স্বামী। সঙ্গে তাঁদের আড়াই বছরের শিশুকন্য়া। তিনদিন আগে শেষবারের মতো স্থানীয়দের সঙ্গে দেখা হয় পিঙ্কি ও তাঁর মেয়ের। তারপর আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে, ওই বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরনোয় সন্দেহ হতে শুরু করে প্রতিবেশীদের। তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা ও মেয়ের পচা দেহ  (Dead Body) উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সুকুমার পালের কথায়, “মাস দেড়েক আগে সন্তোষ পালের বাড়িতে নতুন ভাড়াটে হয়ে আসে পিঙ্কি ওরাও, তাঁর মেয়ে ও স্বামী। তবে, পিঙ্কির স্বামীকে প্রথম দিনের পরে আর বিশেষ দেখা যায়নি। বাড়িতে মূলত থাকতেন পিঙ্কি ও তাঁর সন্তান। কারুর সঙ্গেই বিশেষ মেলামেশা করতেন না তাঁরা। মঙ্গলবার শেষ পিঙ্কিকে বাড়ির বাইরে দেখেছিলাম। তখনও কথা হয়নি। পরে আজ সকালে ঘর থেকে ওমন বাজে গন্ধ বেরতে দেখে বুঝলাম কিছু গণ্ডগোল হয়েছে। তারপর পুলিশে খবর দিতেই বাড়ি থেকে মৃতদেহ দুটো উদ্ধার হয়।”

মৃতার অন্য এক প্রতিবেশী রিঙ্কু পাল বলেন, “বৃহস্পতিবার সকালে, গোটা এলাকা জুড়ে এত বাজে গন্ধ ভেবেছিলাম বোধহয় কিছু মরেছে। পরে শুনলাম পিঙ্কিদের বাড়ি থেকে লাশ পাওয়া গিয়েছে। মাস দেড়েক আগেই ওরা ভাড়া এসেছিল। পিঙ্কির স্বামী ছিল না। নিজের প্রেমিকের সঙ্গে মেয়েকে নিয়ে থাকত। স্বামী মারা গিয়েছে, নাকি অন্য ব্যাপার তা জানি না। এখানে অনেক ভাড়াটেই আসে। থাকে। চলে যায়। অত দেখা যায় নাকি!”

পুলিশ সূত্রে খবর, মৃতদেহ (Dead Body) দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাইরে থেকে বন্ধ ছিল টিনের দরজা। দরজা ভেঙেই ভেতরে প্রবেশ করেন তদন্তকারীরা। তারপরেই মৃতদেহ দুটি উদ্ধার হয়।  ইতিমধ্যেই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে মা-মেয়েকে। মৃতার পলাতক স্বামীরও খোঁজ করছে পুলিশ। তবে কেন খুন করা হয়েছে কিংবা এই ঘটনায় আর কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Malda Murder: আসিফের ‘কুকীর্তির’ খবর রাখতেন কাকা, তবুও চুপ কেন? তদন্তে গোয়েন্দারা