Hooghly: শুভেন্দুকে ঢিল ছোড়ার চেষ্টা, থানায় অভিযোগ দায়ের সুশান্ত ঘোষের
Hooghly:শনিবার বিকালেই বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করে খানাকুলের রামমোহন ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তোবারক ওরফে মঈদুল। ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপরই শনিবার সন্ধ্যায় খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।

হুগলি: গত বুধবারের ঘটনা। অভিযোগ, খানাকুলের হেলান এলাকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট। তবে সেই ইট লক্ষ্যভ্রষ্ট হয়। গাড়ি থেকে নেমে আসেন শুভেন্দু অধিকারী। এবার এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগ জানালেন খানাকুলের বিজেপি বিধায়ক। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
শনিবার বিকালেই তোবারক ওরফে মঈদুলের বাড়িতে যান রাজ্যের পুর ও নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই মঈদুলই গত বুধবার শুভেন্দুর সামনে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বলে দাবি। আজ তাঁর বাড়ি যান ফিরহাদ হাকিম। বলেন, “ও লড়াকু ছেলে। জয় বাংলা বলেছিল বলে সেন্ট্রাল ফোর্স মেরে হাত ভেঙে দিয়েছে। আমি পরিষ্কার বলছি, জল বাংলা বলবে বাংলার মানুষ। তার জন্য যে মারার মারুক। আমরা জয় বাংলা বলবই।” এদিকে, ফিরহাদ যখন দেখা গেল মঈদুলের বাড়িতে, সেই সময় সুশান্ত ঘোষ থানায় অভিযোগ দায়ের করলেন।
সম্প্রতি, খানাকুলের রামমোহন ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে পুড়শুড়া বিধানসভার গৌরাঙ্গপুরে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দুর গাড়ি দেখেই রাস্তায় মঈদুল জয় বাংলা বলে স্লোগান দিতে শুরু করেন। দেখা মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। ওই ব্যক্তির সামনে গিয়ে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। সেই ঘটনায় বিধায়ক সুশান্তর দাবি, শুভেন্দুকে ওইদিন ঢিলও ছোড়া হয়েছে। তাই আজ তার জন্য অভিযোগ দায়ের করলেন তিনি।

