AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Car Factory in Hooghly: সিঙ্গুরে হয়নি, কিন্তু হুগলিতেই ফের তৈরি হতে চলেছে একলাখের গাড়ি, দীপাবলি পরই লুক রিলিজ

Car Factory in Hooghly: ১২ একর জমিতে সাইনোসোর সংস্থার টিফোজ বিএলডিসি পাখা তৈরি হচ্ছে দু’বছর আগে থেকেই। এদিন উদ্বোধন হয়ে গেল ব্যাটারিচালিত টোটোর। সেখানেই এদিন গিয়েছিলেন কুণাল। সেখানেই বারবার উঠে আসে সিঙ্গুর বিতর্ক।

Car Factory in Hooghly: সিঙ্গুরে হয়নি, কিন্তু হুগলিতেই ফের তৈরি হতে চলেছে একলাখের গাড়ি, দীপাবলি পরই লুক রিলিজ
গাড়ির ছবি প্রতীকী, মঞ্চে সংস্থার কর্ণধারের সঙ্গে কুণাল Image Credit: Meta AI & TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2025 | 4:06 PM
Share

পোলবা: অধরা থেকে গিয়েছে সিঙ্গুরের স্বপ্ন। কিন্তু স্বপ্ন সত্যি হবে পোলবার সুগন্ধায়। টাটা ন্য়ানো না হলেও সুগন্ধায় একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরি হবে। বলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে প্রোডাকশন। এদিন টিফোজের অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে বলে দিলেন কুণাল। 

১২ একর জমিতে সাইনোসোর সংস্থার টিফোজ বিএলডিসি পাখা তৈরি হচ্ছে দু’বছর আগে থেকেই। এদিন উদ্বোধন হয়ে গেল ব্যাটারিচালিত টোটোর। সেখানেই এদিন গিয়েছিলেন কুণাল। সেখানেই বারবার উঠে আসে সিঙ্গুর বিতর্ক। যদিও কুণালের সাফ কথা, ওটা জমি বিতর্ক ছিল শিল্প বিতর্ক ছিল না। তিনি বলেন, “এই হুগলিতে একসময় একটা গাড়ি তৈরির কথা ওঠে। কারখানা হয়নি। তা নিয়ে নানারকম কথা ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বা যে দল এখন ক্ষমতায় রয়েছে তাঁরা কেউ শিল্পের বিরুদ্ধে ছিল না। প্রশ্নটা ছিল জমি নিয়ে। তিন ফসলি কৃষি জমি সরকার জোর করে নিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। তখন একশোবার বলা হয়েছিল ন্যানো কারখানা হোক কিন্ত জোর করে কৃষি জমি নিয়ে নয়। ওটা জমি বিতর্ক ছিল শিল্প বিতর্ক ছিল না।” 

এরপরই টিফোজের অন্যতম কর্ণধার শান্তনু ঘোষের প্রসঙ্গে বলেন, “শান্তুন যখন আমাকে নিমন্ত্রণ করতে যান তখন কথায় কথায় এই আলোচনাটা আসে।  আপনাদের হুগলির মাটিতে এত বড় ১২ একরের জায়গা রয়েছে। আধুনিক প্রযুক্তি রয়েছে। পেট্রোল-ডিজেল লাগছে না। ২০০৫ সালে যে ন্যানোর কথা বলা হয়েছিল সেটা তো জ্বালানি তেলে চলতো। আপনারা টিফোজ ফ্যান এনেছেন, তিন চাকা এনেছেন। আমি শান্তনুকে অনুরোধ করে হুগলির এই সুগন্ধা থেকে আপনার দক্ষ শ্রমিকদের নিয়ে এক লক্ষ টাকার টাকার চারচাকা চাই।” শান্তুনু যদিও বলছেন তাঁরা এই চ্যালেঞ্জ নিচ্ছেন। মঞ্চে উঠে বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই চারচাকা গাড়ি নিয়ে আসব।  

কুণালের দাবি ন্যানোর থেকেও আধুনিক হবে এই গাড়ি। সুগন্ধার কারখানেতেই সব কিছু মেটেরিয়াল তৈরি হচ্ছে। দীপাবলির পরেই লুক রিলিজ হয়ে যাবে। তিনি বলছেন, “সেদিনের আলোচনার পর উনি হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। মধ্যবিত্তের জন্য এই গাড়ি খুবই কাজের হবে।”