Kalyan Banerjee: ‘চব্বিশের নির্বাচনে ভোট বাড়বে বামেদের’, কারণও জানালেন কল্যাণ
Kalyan Banerjee: কল্যাণের কথায়, ২০১৯-এ সিপিএম একটাও আসন পায়নি। একুশের বিধানসভা নির্বাচনেও কোনও আসন পায়নি তারা। বামফ্রন্টের উপর থেকে সব মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল বলেই মনে করেন তিনি। কল্যাণের কথায়, "মানুষের উপর অত্যাচার করেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার সময় ক্যাডারদের মস্তানি চলেছে।"
কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুটিয়ে ভোট প্রচার করছেন বর্ষীয়ান এই আইনজীবী তথা এ কেন্দ্রের বিদায়ী সাংসদ। কল্যাণের মুখে এবার শোনা গেল, এবার বামেদের ভোট শতাংশ বৃদ্ধির কথা। কল্যাণ মনে করছেন, এবার বামেদের ভোট বাড়বে। তাঁর ব্যাখ্যা, “২০১৯ সালে ও ২০২১ সালে বামেদের ভোট অন্য দলে পড়েছিল। সেই ভোট আবার বামেদের দিকে ফিরে আসছে। এটা আমার মনে হচ্ছে।”
কল্যাণের কথায়, ২০১৯-এ সিপিএম একটাও আসন পায়নি। একুশের বিধানসভা নির্বাচনেও কোনও আসন পায়নি তারা। বামফ্রন্টের উপর থেকে সব মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল বলেই মনে করেন তিনি। কল্যাণের কথায়, “মানুষের উপর অত্যাচার করেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার সময় ক্যাডারদের মস্তানি চলেছে।”
আর তাতেই সিপিএমের ভোট অন্য খাতে গিয়েছিল বলে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, বিরোধীদের একটা ভোট প্রতি নির্বাচনেই থাকে। যা আগের ভোটে বিজেপিতে গিয়েছে। কল্যাণের কথায়, বিজেপির প্রতি মানুষের মোহ ভেঙেছে। তাই এবার বিজেপির ভোটও অনেকটাই কমবে বলে মনে করেম শ্রীরামপুরের বিদায়ী সাংসদ।
একইসঙ্গে কল্যাণ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করছেন, তাতে তৃণমূলের ভোট বাড়বে। তৃণমূলের ভোট শতাংশও বাড়বে। কারণ, পশ্চিমবঙ্গে বিজেপি কিছুই করেনি। বরং বাংলা বিরোধী দল হিসাবে পরিণত হয়েছে। ১০০ দিনের টাকা বন্ধ রেখেছে। আমরা বলেছিলাম, যদি চুরি হয় চোরেদের ধরো। গরিব মানুষের টাকা দিয়ে দাও।”