Howrah: বিড়ি খাওয়া নিয়ে ঝামেলা, তবলাবাদকের ‘খুনী’ সুপারি কিলার স্বীকার করল আসল কারণ

Howrah: গত কয়েক মাসে তবলাবাদক ছাড়াও আরও পাঁচটি খুনের সঙ্গে সে জড়িত। ধৃত পুলিশকে জানিয়েছে, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমালের জেরেই সে ওই তবলাবাদককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং ১০হাজার টাকা ও মোবাইল লুঠ করে।

Howrah: বিড়ি খাওয়া নিয়ে ঝামেলা, তবলাবাদকের 'খুনী' সুপারি কিলার স্বীকার করল আসল কারণ
ট্রেনে তবলাবাদকের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 3:51 PM

হাওড়া: হাওড়াতে নিয়ে আসা হল বিশেষভাবে সক্ষম তবলাবাদক খুনে গুজরাটে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর ইশ্বর জাঠকে। বুধবার বিকালে মুম্বই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে করে অভিযুক্তকে নিয়ে যান রেল পুলিশের আধিকারিকরা। ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। হাওড়াগামী ডাউন কাটিহার এক্সপ্রেসে গত মাসের ২২ তারিখে বিশেষ ভাবে সক্ষমদের কামরা থেকে উদ্ধার করা হয়েছিল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যাইয়ের দেহ। ওই ঘটনায় যুক্ত রাহুল। তাকে অবশ্য অন্য একটি যুবতীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে গ্রেফতার করেছিল গুজরাটের ভলসাদ জেলা পুলিশ।

তদন্তকারীরা জানতে পারেন,  রাহুল একজন সিরিয়াল কিলার। গত কয়েক মাসে তবলাবাদক ছাড়াও আরও পাঁচটি খুনের সঙ্গে সে জড়িত। ধৃত পুলিশকে জানিয়েছে, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমালের জেরেই সে ওই তবলাবাদককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং ১০হাজার টাকা ও মোবাইল লুঠ করে। কাটিহার থেকে মালদহ স্টেশনের মধ্যে খুন করে।

পরে সে আজিমগঞ্জ স্টেশনে নেমে যায়। সেখান থেকে হাওড়া গিয়ে সে দক্ষিণ ভারতের ট্রেন ধরে পালিয়ে যায়। তবে ধৃত সত্যি কথা বলছে কিনা তা জানার জন্য তাকে আরও জেরা করা প্রয়োজন বলে রেল পুলিশ জানিয়েছে। এই ঘটনার পর রেল পুলিশ এবং গুজরাট পুলিশ বিভিন্ন স্টেশনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খুনিকে শনাক্ত করে। হরিয়ানায় এই যুবক রাহুল জন্ম থেকে পোলিওর কারণে খুড়িয়ে হাটে। পুলিশ সিসিটিভিফুটেজ পরীক্ষা করে ওর হাঁটার ধরন দেখেই খুনিকে শনাক্ত করে।