Howrah Accident: শরীরের একাধিক হাড় ভেঙেছে, হুগলিতে দুর্ঘটনায় আহত পুলিশ কর্তার অবস্থা সঙ্কটজনক!

Hooghly Accident: শেষ পাওয়া খবর অনুযায়ী, সমীর স্যান্যালকে আই প্যাপে রাখা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

Howrah Accident: শরীরের একাধিক হাড় ভেঙেছে, হুগলিতে দুর্ঘটনায় আহত পুলিশ কর্তার অবস্থা সঙ্কটজনক!
গ্রিন করিডর করে পুলিশ কর্তাকে নিয়ে আসা হয়েছে (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 11:47 AM

হাওড়া: টহল দিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুলিশ কর্তা। গুরুতর আহত হন হুগলির গুড়াপ থানার ওসি পুষ্পেন স্যানাল ও এসআই সমীর মুখোপাধ্যায়। গুড়াপ থানার ওসি পুষ্পেন সান্যালকে গুরুতর আহত অবস্থায় গ্রিন করিডোর করে বর্ধমান থেকে হাওড়া আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওসি পুষ্পেন সান্যাল এর শারীরিক অবস্থা সংকটজনক। আইসিইউ কেবিনে তাকে রাখা হয়েছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে এছাড়াও যে সমস্ত জায়গায় গুরুতর চোট পেয়েছেন সেখানে অস্ত্রোপাচারের পরিকল্পনা করছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুষ্পেন সান্যালকে আই প্যাপে রাখা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

কালীপুজোর রাতে ২ নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করছিলেন পুলিশ কর্তা। বর্ধমান অভিমুখ করে দাঁড়িয়ে ছিল তাঁদের গাড়ি। দুর্ঘটনার কিছু আগেই তাঁরা গাড়িতে উঠেছিলেন বলে জানান সহকর্মীরা। আচমকাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে ওসিকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে একই সঙ্গে আটকে পড়েন এসআই সমীর মুখোপাধ্যায়ও।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কর্তাদের উদ্ধার করা হয়। বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে। সেখানে তাঁর প্রাথমিক চিকিত্সা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন ও হুগলির পুলিশ সুপার( গ্রামীণ) আমনদীপ সিং।

কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্ধমানের বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে হাওড়ায় স্থানান্তরিত করা হয় । গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার  কামনাশিস সেন বলেন, “ওসির শরীরে একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছে। তাঁর আঘাত গুরুতর। চিকিত্সকরা জানিয়েছে অবস্থা সঙ্কটজনক। চিকিত্সা চলছে। টহল দেওয়ার সময়েই দুর্ঘটনাটি ঘটে।”

আরও পড়ুন: Petrol Diesel Price Issue: কেন রাজ্য কমাচ্ছে না ভ্যাট? জ্বালানি ইস্যুতে এবার পথে নামছে বিজেপি, শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি