হাওড়াকে সংক্রমণ শূন্য করতে কন্টেনমেন্ট জোন এলাকায় বন্ধ হচ্ছে বাজার

Howrah Corona:

হাওড়াকে সংক্রমণ শূন্য করতে কন্টেনমেন্ট জোন এলাকায় বন্ধ হচ্ছে বাজার
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 11:10 PM

হাওড়া: জেলায় ইতিমধ্যেই করোনা সংক্রমনের হার নিম্নমুখী। তবুও কন্টেনমেন্ট জোনে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। সংক্রমণ যাতে আর না ছড়ায় তাই কন্টেনমেন্ট জোন সংলগ্ন বাজারগুলিকে এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা প্রশাসন।

জানা গিয়েছে, আগামী তিন দিন কন্টেনমেন্ট জোন সংলগ্ন বেশকিছু বাজারকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া শহরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কন্টেনমেন্ট জোন সংলগ্ন বেশ কয়েকটি বাজারকে বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, শহরের কিছু বাজার রবিবার ও কিছু বাজার সোমবার থেকে বন্ধ করা হবে। এজন্য বাজার কমিটিগুলির সঙ্গে কথাও বলেছেন পুলিশের পদস্থ কর্তারা।

হাওড়া সিটি পুলিশ এলাকায় উত্তর হাওড়ায় চারটি বাজার বন্ধ করা হচ্ছে। এই বাজারগুলি হল নস্করপাড়া, হরগঞ্জ বাজার, বেলুড় ও লিলুয়া বাজার। উত্তর হাওড়া ছাড়াও ডোমজুড় ও সাঁকরাইল ও শিবপুরেও কন্টেনমেন্ট এলাকায় বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুধু বাজারগুলি বন্ধ করা নয়, বন্ধ বাজার এলাকায় স্যানিটাইজেশনের কাজও করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

এ ব্যাপারে হাওড়া পুরসভার এক পদস্থ আধিকারিক জানালেন, বাজারগুলি বন্ধ থাকার সময় পুরসভার কর্মীরাই স্যানিটাইজেশনের কাজ করবেন। তবে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, বাজারের বিক্রেতারা কন্টেনমেন্ট জোন এলাকায় পাড়ায় পাড়ায় ঠেলা নিয়ে গিয়ে যদি জিনিস বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে অনুমোদন দেবে পুলিশ। এক্ষেত্রে এক জন করে বিক্রেতাকেই কন্টেনমেন্ট জোনের পাড়ায় ঢুকতে দেওয়া হবে।

হাওড়া পুরসভার চেয়ারপার্সন অরূপ রায় বলেন, “আপাতত তিনদিন কন্টেনমেন্ট জোন এলাকার বাজার দোকান বন্ধ করার কথা বলা হয়েছে। এছাড়া কন্টেনমেন্ট জোন এলাকার বাইরে যে সমস্ত দোকান রয়েছে সেগুলি ব্যবসায়ীক নিয়ম মেনে কোভিডের পরিস্থিতিতে সপ্তাহে দু’দিন দোকান বন্ধ রাখতে হবে। অন্যসময় সপ্তাহে একদিন থাকে। দোকানবাজারে যাতে করোনা বিধি মানা হয় তার জন্য পুলিশকে নজর রাখতে বলা হয়েছে।”

হাওড়া জেলায় সংক্রমণের সংখ্যা বাড়লে পরবর্তীতে ফের বাজারগুলি বন্ধ হবে কি না তা জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

হাওড়া জেলায় মোট ১৯টি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাওড়া সদর এলাকার এমসি ঘোষ লেন, নীলমণি মল্লিক লেন, শিবপুর রোড, জি টি রোড সাউথ, আন্দুল রোড, ক্যারি রোড, ঠাকুর রামকষ্ণ লেন, তাঁতিপাড়া লেন, জগাছা জিআইপি কলোনি, হরিচরণ ব্যানার্জি স্ট্রিটের মতো কন্টেনমেন্ট জোন এলাকায় ইতিপূর্বেই ব্যারিকেড করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: দুধ বিক্রেতা থেকে ৫০০ কোটি টাকার মালিক! ধৃত বিজেপি নেতার সম্পত্তি দেখে চোখ কপালে পুলিশের 

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় জেলায় জেলায় স্থানীয় স্তরে কন্টেনমেন্ট বা মাইক্রো কন্টেনমেন্ট এলাকা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে নবান্ন। যে-সব জেলায় কোভিড সংক্রমণের হার বেশি, শুক্রবার সেই সব জেলার কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সংশ্লিষ্ট কর্তাদের বক্তব্য, মুখ্যসচিব বুঝিয়ে দিয়েছেন, পুলিশ-প্রশাসনকে সঙ্গে নিয়ে যেখানে যেমন প্রয়োজন, কড়া ভাবে নিয়ন্ত্রণ বিধি বলবৎ করতেই হবে।