Shivraj Singh Chouhan: সন্দেশখালি ইস্যুতে বাংলায় দাঁড়িয়েই রাজ্যকে বিঁধলেন শিবরাজ সিং চৌহান
BJP: শিবরাজ সিং চৌহান বলেন, "এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। অথচ তিনি রাজ্যের মহিলাদের কোনও নিরাপত্তা দিতে পারছেন না। আমরা চাইব জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন এখানে আসুক এবং গোটা ঘটনা তদন্ত করে দেখুক। অপরাধীরা কোনওভাবেই যেন ছাড় না পায়।"
হাওড়া: সন্দেশখালির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সেখানকার বাসিন্দারা। এবার রাজ্য সরকারের কঠোর সমালোচনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার হাওড়ায় বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেন। সেখান থেকে তিনি বলেন, সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, তা রাজ্যের জন্য লজ্জার।
শিবরাজ সিং চৌহান বলেন, “এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। অথচ তিনি রাজ্যের মহিলাদের কোনও নিরাপত্তা দিতে পারছেন না। আমরা চাইব জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন এখানে আসুক এবং গোটা ঘটনা তদন্ত করে দেখুক। অপরাধীরা কোনওভাবেই যেন ছাড় না পায়।”
তাহলে কি সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত এবার? শিবরাজ সিং চৌহান এ নিয়ে কোনও উত্তর না দিলেও বলেন তারা চান গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এদিন বারবার তিনি বলেন, এ রাজ্যের আইনশৃঙ্খলা খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে। তাঁর অভিযোগ, এ রাজ্যে হিংসা ও দুর্নীতি পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বাংলার সুনাম ক্ষুন্ন করছে এ ধরনের ঘটনা।
ডুমুরজলায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে শিবরাজ সিং চৌহান রামরাজাতলায় রাম মন্দিরে পুজো দেন। এরপর কর্মিসভা থেকে চলে যান সাঁকরাইলের আরগোড়িতে প্রবীণ বিজেপি কর্মী নরোত্তম মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন।