Howrah: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসে মুখ খুললেন সন্দেশখালি নিয়ে
Howrah: আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্দেশখালির ঘটনা নিয়েও মুখ খোলেন। বলেন, "এখনও শাহজাহানকে গ্রেফতার করা গেল না কেন?" তাঁর অভিযোগ, তৃণমূল সরকার শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি বলেন, "এরপরও বাঁচানো যাবে না। আইন আইনের পথেই চলবে।"
হাওড়া: দলীয় সফরে সোমবার পশ্চিমবঙ্গে এসেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার সকালে তিনি বেলুড় মঠ পরিদর্শনে যান। মূল মন্দিরের সামনে তাঁকে অভ্যর্থনা জানান মঠের সন্ন্যাসী মহারাজরা। পরে বেলুড় মঠ থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্দেশখালির ঘটনা নিয়েও মুখ খোলেন। বলেন, “এখনও শাহজাহানকে গ্রেফতার করা গেল না কেন?” তাঁর অভিযোগ, তৃণমূল সরকার শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি বলেন, “এরপরও বাঁচানো যাবে না। আইন আইনের পথেই চলবে।”
প্রসঙ্গত, আজ বেলুড় মঠে তিনি রামকৃষ্ণের মন্দির পরিদর্শন করে বিজেপি নেতা। তারপর স্বামীজীর ভবন, সারদা মায়ের মন্দিরসহ অন্যান্য মন্দির ঘুরে দেখেন। বেলুড় মঠ দর্শণ করে তিনি অভিভূত এ কথাও জানান। এ দিন তাঁর সঙ্গে হাওড়া জেলা বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঠ ও মন্দিরের অতীত ইতিহাস সহ স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ বিষয়ে মঠের সন্ন্যাসীরা তাঁকে বিস্তারিত ব্যাখ্যা করেন। এরপর বেলুড় মঠ থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, “বেলুড় মঠে এই পবিত্র স্থানে প্রণাম করতে এসে আমি গর্বিত। ছেলেবেলায় পড়া স্বামীজীর লেখা আজও আমায় প্রেরণা দেয়।”