Gazoldoba Bridge: ১০৯ কোটি খরচে সিডনির হারবার বিজ্রের আদলে তৈরি হল গজলডোবা সেতু, ঢুঁ মেরে আসবেন নাকি?
Gazoldoba Bridge: জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'ভোরের আলোর' প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছে এই ব্রিজ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে রয়েছে 'ভোরের আলো' মেগা পর্যটন কেন্দ্র।

জলপাইগুড়ি: ভোরের আলোর টুপিতে নতুন পালক। এবার সিডনির হারবার বিজ্রের আদলে ঝুলন্ত সেতু তৈরি হল গজলডোবা ভোরের আলোয়। সোমবার বানারহাট থেকে এই ব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর এদিন বিকেল থেকেই এই ব্রিজ সর্বসাধারণের জন্য চালু করে দেওয়া হল।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘ভোরের আলোর’ প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছে এই ব্রিজ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে রয়েছে ‘ভোরের আলো’ মেগা পর্যটন কেন্দ্র। যার টুপিতে এবার নতুন পালক এই ব্রিজ। শুধু এই সেতু নয়, পাশাপাশি এখানে রয়েছে হোম কটেজ, নৌকা বিহার। সেই সঙ্গে গজলডোবার পর্যটনের কেন্দ্রর মাত্রা আরও বাড়িয়ে তুলল দৃষ্টি নন্দন এই ঝুলন্ত সেতু। ভোরের আলোর পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানালের দুটি পাড়কে জুড়লো এই সেতু। ইতিমধ্যেই এই ব্রিজকে ঘিরে আগ্রহ বাড়ছে পর্যটকদের।
চিফ ইঞ্জিনিয়ার অজিত কুমার সাহা বলেছেন, “মুখ্যমন্ত্রী আজ এই সেতু উদ্বোধন করেছেন। এরপর এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল চালু করে দেওয়া হয়েছে। ব্রিজটি সিডনির হারবার ব্রিজের আদলে করা হয়েছে। এই রকম ব্রিজ রাজ্যে আর নেই। সেতুটি ২০১৯ সাল থেকে তৈরি করা শুরু হয়েছিলো। খরচ হয়েছিল ১০৯ কোটি টাকা।”





