CM Mamata Banerjee: রাস্তার ধারে কচিকাঁচাদের দেখেই কনভয় থামালেন মমতা, গাড়ি থেকে নেমে দিলেন উপহার

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর গাড়ি স্কুলের সামনে দিয়ে যেতে দেখেই, হাত নাড়তে থাকে পড়ুয়ারা। খুদে খুদে পড়ুয়াদের এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে যান স্কুলের গেটের দিকে।

CM Mamata Banerjee: রাস্তার ধারে কচিকাঁচাদের দেখেই কনভয় থামালেন মমতা, গাড়ি থেকে নেমে দিলেন উপহার
বানারহাটে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 8:50 PM

বানারহাট: প্রশাসনিক সভা থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছিলেন হেলিপ্যাডের দিকে। সেই সময় হঠাৎ বানারহাট এস পি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য স্কুল প্রাঙ্গনে তখন কচিকাঁচাদের ভিড়। মুখ্যমন্ত্রীর গাড়ি স্কুলের সামনে দিয়ে যেতে দেখেই, হাত নাড়তে থাকে পড়ুয়ারা। খুদে খুদে পড়ুয়াদের এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে যান স্কুলের গেটের দিকে। স্কুলে ঢুকে কচিকাঁচাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন তিনি। পড়ুয়াদের হাতে চকোলেট ও খেলনাও তুলে দেন মমতা। কথা বলেন স্কুলের শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীদের সঙ্গেও। শিক্ষিকারাও ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন স্কুলে।

বানারহাট এস পি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা দে বলেন, “মুখ্যমন্ত্রী স্কুলের সামনের সড়ক দিয়েই শিলিগুড়ি যাওয়ার জন্য হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন। সেই সময় ছাত্র ছাত্রীদের দেখতে পেয়ে তিনি গাড়ি থামান। ছাত্র-ছাত্রী দের সঙ্গে কথা বলেন। চকলেট খেলনা তুলে দেন। পরে জেলাশাসক স্কুলে এসেছিলেন। তিনি মিড ডে মিল খেয়ে পরীক্ষা করে দেখেন। মুখ্যমন্ত্রী স্কুলে আসায় আমরা শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা সকলেই দারুণ খুশি। তবে আমরা কোনও প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিইনি। আমাদের এই স্কুলে কোনও সমস্যা নেই।”

প্রসঙ্গত,  এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই আচমকা সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে দেখা গিয়েছে। কিছুদিন আগে মকাইবাড়িতে চা বাগানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও চা বাগানের শ্রমিকদের সঙ্গে মিলে পাতা তুলেছেন।