Malbazar: চা শ্রমিকদের বোনাসের দাবিতে রাস্তা অবরোধ, পথে বিধায়কও
Malbazar Tea Garden: অবরোধে সামিল হয়ে শ্রমিকদের আন্দোলনে পাশে দাঁড়ান নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। তাঁর নেতৃত্বেই শ্রমিকরা দাবি আদায়ের লড়াইয়ে সরব হন। অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল কার্যত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

মালবাজার: চা শ্রমিকদের বোনাসের দাবিতে রাস্তা অবরোধ, আন্দোলনে শামিল বিধায়ক। উৎসবের মুখে বোনাস না পাওয়ায় পথে নামলেন চা শ্রমিকরা। শুক্রবার মালবাজার নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে মেটেলি থেকে চালসাগামী আইভিল মোড় এলাকায় অবরোধ চলতে থাকে।
অবরোধে সামিল হয়ে শ্রমিকদের আন্দোলনে পাশে দাঁড়ান নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। তাঁর নেতৃত্বেই শ্রমিকরা দাবি আদায়ের লড়াইয়ে সরব হন। অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল কার্যত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
অবস্থার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল বাহিনী। উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসিও। তবে পুলিশের উপস্থিতিতেও শ্রমিকরা তাঁদের দাবি থেকে এক ইঞ্চি নড়েননি।
শ্রমিকদের অভিযোগ, বছরের এই সময়ে বোনাস পাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। তাঁদের দাবি,“উৎসবের আগে ২০ শতাংশ বোনাস অবিলম্বে দিতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার হবে।”
চা শ্রমিক দের পথ অবরোধে বিধায়কের পর এবার অবরোধে পৌঁছন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিজ্ঞা। তিনি বলেন, “ইউনিটের যে নেতা, তাঁদের কাছে পুলিশের কর্তার ফোন যায়, রাজ্যের শাসকদলের নেতার ফোন যায়, এখন ১০ শতাংশ নিয়ে নাও। পরে দেখা যাবে। নাহল তদন্ত হলে সমস্যায় পড়বে। এই বলে ওদের এটা বুঝিয়েছে। কিন্তু চা শ্রমিকদের আন্দোলন এখনও জারি। ওরা প্রত্যেকেই ২০ শতাংশ বোনাস পাওয়ার দাবিদার। সেটা ওদের দিতেই হবে।”
