Savitri Mitra: বাঁধের টাকা লোপাটের অভিযোগ তুলতেই ‘কুকথা’, মেজাজ হারালেন সাবিত্রী মিত্র
Savitri Mitra: সাবিত্রী মিত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বীকার করছেন যে কণ্ঠ শোনা যাচ্ছে সেটা তাঁরই। উত্তেজনার বশেই এ সব কথা বলেছেন। সাবিত্রী দেবীর কথায়, “আমাকে ফোন করে উত্যক্ত করা হয়েছে। বলেছে ঠান্ডা ঘরে বসে ২০০ কোটি টাকা কামিয়ে নিয়েছে।”

ভাইরাল অডিয়োতে শোনা যাচ্ছে এক ব্যক্তি প্রশ্ন করেছেন কেন ঠান্ডা করে বসে মিথ্যা কথা বলছেন বিধায়ক? কেন কোটি কোটি টাকা লুঠ করার পরে আপনি কেন বলছেন কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে? এরপরই শোনা যায় এ কথা শোনা মাত্রই অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে উঠলেন বিধায়ক। ওই ব্যক্তির থেকে তাঁর পরিচয় জানতে চান। যদিও তারপরেও প্রশ্ন থামাননি ওই ব্যক্তি। চলতে থাকে তর্কাতর্কি। কেন তিনি গালাগালি করছেন পাল্টা বিধায়ককে সেই প্রশ্নও করেন ওই ব্যক্তি। এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির আঙিনায়।
সাবিত্রী মিত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বীকার করছেন যে কণ্ঠ শোনা যাচ্ছে সেটা তাঁরই। উত্তেজনার বশেই এ সব কথা বলেছেন। সাবিত্রী দেবীর কথায়, “আমাকে ফোন করে উত্যক্ত করা হয়েছে। বলেছে ঠান্ডা ঘরে বসে ২০০ কোটি টাকা কামিয়ে নিয়েছে। আমি তখন দু’টো বাজে কথা বলেছি। আমি এসপিকে রিপোর্ট করেছি। দুটো নম্বর দিয়েছি। আসলে এখানে কিছু গ্রুপ আছে। আমি এসপিকে বলেছি ওটা ভাঙার জন্য।”
