Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ‘প্রেমিকের’ বন্ধুর বিরুদ্ধে, উত্তেজনা মালদহে

Malda: সকালে নিজেই বাড়ি ফিরে গোটা ঘটনার কথা পরিবারের সদস্যদের কাছে খুলে বলে নির্যাতিতা। জানা যায়, রাতে বাড়ির পাশে আম বাগানে তাকে যৌন হেনস্থা করা হয়েছে।

Malda: সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ 'প্রেমিকের' বন্ধুর বিরুদ্ধে, উত্তেজনা মালদহে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 6:07 PM

মালদা: রাজ্যের নানা প্রান্ত থেকে আসা লাগাতার নারী নির্যাতনের (Crime Against Women) অভিযোগে বিগত কয়েকদিন থেকেই উত্তাল বঙ্গ রাজনীতির আঙিনা। বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কোথাও মহিলাদের নগ্ন করে মারধরের অভিযোগ, তো কোথাও নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। এরইমধ্যে মালদহের চাঁচলে সপ্তম শ্রেণির এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ‘প্রেমিকের’ বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। চাঁচাল থানায় দায়ের হয়েছে অভিযোগ। 

ওই নাবালিকা এবং তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, নির্যাতিতার প্রেমিকের এক বন্ধু মঙ্গলবার রাত ১০টা নাগাদ ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু, সে কথা সেই সময় জানতেন না পরিবারের অন্য সদস্যরা। রাতভর আর কোনও খোঁজ মেলেনি নাবালিকার। এদিকে তাকে খুঁজতে ওই রাতে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, সেখানে নাবালিকার প্রেমিকের বাড়ির লোকজন কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে বিস্তর ঝামেলাও হয়। তবে রাতে আর খোঁজ মেলেনি মেয়ের।

সকালে নিজেই বাড়ি ফিরে গোটা ঘটনার কথা পরিবারের সদস্যদের কাছে খুলে বলে নির্যাতিতা। জানা যায়, রাতে বাড়ির পাশে আম বাগানে তাকে যৌন হেনস্থা করা হয়েছে। তারপর সেখানেই ফেলে রাখা হয়। মেয়ের মুখে সবটা জানার পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এদিকে অভিযুক্ত নিজেও নাবালক বলে খবর। এ ঘটনায় নির্যাতিতার প্রেমিক ও তার পরিবারের কোনও হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে আবার ইতিমধ্যে পুলিশের কাছে মারধরের অভিযোগ জানিয়েছেন কিশোরীর পরিবারের সদস্যরা। তদন্ত করছে চাঁচল থানার পুলিশ।