Malda Child Death: দুপুর গড়িয়ে সন্ধে হলেও দেখা মেলেনি সন্তানদের, পরে চৌবাচ্চার কাছে যেতেই আতঁকে উঠলেন মা-বাবা

Malda: কাজের জন্য মাস তিনেক আগে মালদায় এসে বসবাস শুরু করেন বিহারের ভাগলপুরের বাসিন্দা করণ তাঁতি ও কিরণ দেবী।

Malda Child Death: দুপুর গড়িয়ে সন্ধে হলেও দেখা মেলেনি সন্তানদের, পরে চৌবাচ্চার কাছে যেতেই আতঁকে উঠলেন মা-বাবা
জলে পড়েই শেষ দুই প্রাণ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 3:52 PM

মালদা: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। খেলতে-খেলতে হঠাৎ শেষ হয়ে গেল তরতাজা দুটি জীবন্ত প্রাণ। জীবিকার সন্ধানে মালদায় এসে হারালেন কোলের দুই সন্তানকে। নিঃস্ব হয়ে অঝোরে কেঁদেই চলেছেন ওই শ্রমিক দম্পতি। খেলার সময় হঠাৎ অসাবধানবসত ইট ভাটার চৌবাচ্চায় পড়ে মৃত্যু হল দুই শিশুর।

মর্মান্তির ঘটনাটি মালদার। কাজের জন্য মাস তিনেক আগে মালদায় এসে বসবাস শুরু করেন বিহারের ভাগলপুরের বাসিন্দা করণ তাঁতি ও কিরণ দেবী। ওই দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। একজনের নাম ঋত্বিক (৬) অন্যজন হলেন রোশন (৫)। করণ ও কিরণ দু’জনই পেশায় শ্রমিক। তাঁরা মালদার নলডুবি এলাকায় ইটভাটার কাজে আসেন।

এবার শনিবার অন্যান্য দিনের মতোই দু’জনই কাজে ব্যস্ত ছিলেন। আর শিশুগুলি বাইরে খেলা করছিল। কিন্তু সন্ধে হয়ে গেলেও ছেলেদের খোঁজ না পেয়ে চিন্তায় পড়েন বাবা-মা। কিছুক্ষণ পরে চৌবাচ্চার মধ্যে দু’সন্তানকে খুঁজে পান তাঁরা। সঙ্গে-সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে জানান। পরে তাদের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এই বিষয়ে মৃত ওই সন্তানদের বাবা বলেন, “আমি আর আমার স্ত্রী কাজে ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ ওদের খোঁজ পাইনি। তারপর খোঁজাখুঁজি শুরু করি। তখনই দেখি চৌবাচ্চার জলে পড়ে গিয়েছে। ওদের তুলে আনার পর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বলে মার গিয়েছে।” অন্যদিকে আরও এক শ্রমিক বলেন, “আমরাতো কাজে ব্যস্ত ছিলাম। কখন যে পড়ে গেল বুঝতেই পারিনি। এরপর সন্ধে হলে সবাই মিলে এদিক-ওদিক খুঁজতে শুরু করে। কিন্তু পায়নি। তখন সবাই ওই বিভিন্ন ইটভাটার সামনে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। তখনই ওই জলে দেখতে পাওয়া যায় ওদের। ”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা