Bibhas Adhikari: নতুন দল করে এ বার রাজনীতিতে নামছেন ED-CBI-এর র্যাডারে থাকা বিভাস অধিকারী
Bibhas Adhikari: শনিবার টিভি৯ বাংলার ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বিভাস বললেন, 'দেখা হবে রাজনীতির ময়দানে'। এ দিকে, বিভাসের এই মন্তব্যের পরই বেড়েছে জল্পনা। তাহলে সত্যিই নতুন দল গঠনের পথে তিনি?
মালদা: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ইতিমধ্যেই নাম জড়িয়েছে বিভাস অধিকারীর। রবিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। শনিবার তাঁর বাড়ি, আশ্রম, গাড়িতে চলে তল্লাশি। উদ্ধার হয় বেশ কিছু নথি। সেই নথিপত্রকে কেন্দ্র করেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। তবে একদিকে যখন সিবিআই ডেকে পাঠাচ্ছে বিভাসকে, অন্যদিকে তিনি আবার ‘নতুন’ রাজনৈতিক দল করে রাজনীতির ময়দানে নামতে চাইছেন। শনিবার টিভি৯ বাংলার ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বিভাস বললেন, ‘দেখা হবে রাজনীতির ময়দানে’। এ দিকে, বিভাসের এই মন্তব্যের পরই বেড়েছে জল্পনা। তাহলে সত্যিই নতুন দল গঠনের পথে তিনি?
বিভাস টিভি ৯ বাংলাকে বললেন, “অল ইন্ডিয়া আর্য মহাসভা। এটি নতুন দল। নির্বাচন কমিশন অনুমোদন দিয়ে দিয়েছে। এরপর প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করব। যাঁরা বিভিন্ন দলে থেকে ডাকাতি করল তাঁরা আজকে সাধু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই ছেড়ে দিয়েছিলাম। বর্তমানে আমি এই দলের সর্বভারতীয় সভাপতি।”
প্রসঙ্গত, এর আগে ইডি তলব করেছিল বিভাস অধিকারীকে। আজ প্রথম তাঁকে নিজাম প্যালেসে ডাকল সিবিআই।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা স্পষ্ট করছেন বিভাস অধিকারী অন্যতম মাস্টার মাইন্ড। কারণ ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের মাথায় ছিলেন বিভাস। শুধু নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নয়, বিএড, ডিএলএড, কলেজে অনুমোদন পাইয়েও দিতেন তিনি। সব মিলিয়ে বেশ কয়েক কোটি টাকা নিজের পকেটে পুরেছিলেন বিভাস এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
এই বিভাস অধিকারী নিজেকে সৎসঙ্গের সঙ্গে যুক্ত একজন ঋত্ত্বিক বলে পরিচয় দিতেন। বীরভূমে একটি আশ্রমও বানিয়ে ফেলেছেন তিনি। সেই আশ্রম এলাকায় বিভাস সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন টিভি নাইন বাংলার দুই প্রতিনিধি। পরে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম থেকে জানানো হয়, বিভাসের তৈরি ওই আশ্রমের সঙ্গে অনুকূলচন্দ্রের সৎসঙ্গের কোনও যোগ নেই। বিভাসের আশ্রমটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি ট্রাস্ট।