Chanchal Clash: মহালয়ায় সূত্রপাত, দশমীতে ক্লাইম্যাক্স! ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নামল RAF

Chanchal Clash: কাঠগড়ায় কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সংঘর্ষে আহত দু'পক্ষের তিন জন

Chanchal Clash: মহালয়ায় সূত্রপাত, দশমীতে ক্লাইম্যাক্স! ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নামল RAF
চাঁচলে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 8:57 PM

মলদহ:  মহালয়ার দিন শুরু, দশমী মিটতেই তুমুল সংঘর্ষ, নামাতে হল RAF। তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদহের চাঁচল। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সংঘর্ষে আহত দু’পক্ষের ১২ জন।  তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁচলের মালতিপুর এলাকা পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল। সেখানে রাজনৈতিক সমীকরণ বলছে, ওই এলাকায় বাম কংগ্রেস জোট ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। আর তা নিয়েই রাজ্যের শাসকদল তৃণমূল বনাম বাম-কংগ্রেস জোটের মধ্যে সংঘর্ষ লেগেই থাকছিল। বিভিন্ন কারণেই ছোট ছোট ইস্যুতে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ছিলেন। এর আগেও এই এলাকায় একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর হয়। সেক্ষেত্রেও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পাল্টা হামলারও অভিযোগ ওঠে। এই এলাকারই তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ ওঠে।

মহালয়ার দিন এলাকায় ফুটবল খেলার অনুষ্ঠান ছিল। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা হয়।  তার প্রেক্ষিতে পুজোর মধ্যেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরিবারের সদস্যদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয়। ১২ জন গুরুতর আহত হন। পঞ্চায়েত প্রধানের ভাইকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কিংবা কংগ্রেসের কারোর পক্ষেরই বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ।