Malda: বিহার থেকে বাংলায় মদ খেতে এসে মৃত্যু যুবকের, হাসপাতালে আরও দুই
Malda: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কাঁপাইচন্ডী এলাকায় রাজ্য সড়কের ধারে একটা বিশাল পানশালা রয়েছে। সেখানে বিহার সীমান্ত পেরিয়ে অনেক যুবকই নিয়মিত মদ্যপান করতে আসেন।
মালদা: বেশ কিছু বছর আগেই বিহারে ‘নিষিদ্ধ’ হয়েছে মদ। সেই বিহার থেকেই বাংলায় মদ খেতে এসে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদাগামী রাজ্য সড়কে কাপাইচন্ডী এলাকায়। মৃত যুবকের নাম মনোজ কর্মকার (২৫)। আহত দুই যুবকের নাম বুলু দাস(১৮) এবং শিবা দাস(২২)। সকলেরই বাড়ি বিহারের বারসই থানার মুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দরিয়াপুর গ্রামে।
সূত্রের খবর, তিন যুবকই বাইকে করে কুশিদা কাঁপাইচন্ডী এলাকায় মদ্যপান করতে এসেছিলেন। তারপর ফিরে যাচ্ছিলেন বিহারের দিকে। সেই কুশিদা-তুলসীহাটা রাজ্য সড়ক ধরে তুলসীহাটার দিক থেকে একটি ট্রাক আসছিল। এদিকে উল্টোদিক থেকে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল যুবকদের বাইক। নিয়ন্ত্রণ হারাতেই বিপত্তি। সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। বাইকটি চালাচ্ছিলেন মনোজ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রক্তে ভেসে যায় রাস্তা।
অন্যদিকে সেই সময় মাটিতে পড়ে কাতরাচ্ছেন বুলু ও শিবা। স্থানীয়ারই তাঁদের উদ্ধার করে কুশিদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অভনতি হলে চাঁচল সুপার স্পেসালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কাঁপাইচন্ডী এলাকায় রাজ্য সড়কের ধারে একটা বিশাল পানশালা রয়েছে। সেখানে বিহার সীমান্ত পেরিয়ে অনেক যুবকই নিয়মিত মদ্যপান করতে আসেন। সেখানেই এসেছিলেন এই তিন যুবকই। কিন্তু, বাড়ি ফেরার পথে ঘটে গেল এত বড় দুর্ঘটনা।