Ration in Malda: ‘এ সব তো ছাগলেও খাবে না…’, রেশনের চালের অবস্থা দেখুন
Ration in Malda: এদিন চাল ও আটা পাওয়ার পর প্রায় মারমুখী হয়ে ওঠেন সাধারণ গ্রাহকেরা। তাঁদের দাবি, রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মহম্মদের বিরুদ্ধে উঠেছে মূল অভিযোগ।
মালদহ: রেশন বন্টন নিয়ে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজ্যে। গ্রেফতার হয়েছেন খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই আবহেই এবার রেশনের চাল নিয়ে শুরু হল বিক্ষোভ। চাল ও আটার মান এতটাই খারাপ যে, তা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গ্রাহকেরা। বৃহস্পতিবার সকালে সেই বিক্ষোভের ছবি দেখা গিয়েছে মালদহের মানিকচকের ধনরাজ গ্রামে। গ্রাহকদের দাবি, প্রতিবারই চাল ও আটার মান এমনই থাকে। ভিতর থেকে কখনও পাওয়া যায় পাথর, কখনও মেলে পোকা। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে সামাল দিতে বেরিয়ে আসেন রেশন ডিলার।
এদিন চাল ও আটা পাওয়ার পর প্রায় মারমুখী হয়ে ওঠেন সাধারণ গ্রাহকেরা। তাঁদের দাবি, রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মহম্মদের বিরুদ্ধে উঠেছে মূল অভিযোগ। বৃহস্পতিবার গ্রামবাসীদের জন্য দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী প্রদান শুরু হয় সকালেই। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা।
এক গ্রাহক বলেন, ‘দিনের পর দিন পোকা যুক্ত চাল সকলকে দেওয়া হচ্ছে। এই ধরনের চাল খেলে সবাই অসুস্থ হয়ে পড়বেন। ভিতরে বড় বড় পাথর থাকে, সেগুলো খেলে কি মানুষ বাঁচবে?’ হাতে চাল নিয়ে পোকা দেখিয়ে তাঁরা বলেন, ‘এ সব তো ছাগলেও খাবে না।’ রেশন ডিলার ফুল মহম্মদ দাবি করেন, তাঁর কাছে যে চাল আসে, সেটাই দেওয়া হচ্ছে গ্রাহকদের। এমন পোকা থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করেন তিনি।
উল্লেখ্য, মন্ত্রী জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে রেশন নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ। রেশনের চাল কীভাবে খোলা বাজারে বিক্রি করা হয়েছে, সেই বিষয়েও তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা।