Accident: বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা তৃণমূল নেতার SUV-র, তদন্তে পুলিশ
Malda Accident: যে গাড়িটি ধাক্কা মেরেছে, সেটি ইংরেজবাজারেরই এক তৃণমূল নেতার। দাবি বিজেপি বিধায়কের। উল্টোদিক থেকে এসে কালো এসইউভি গাড়িটি বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। বিধায়ক অল্পের জন্য রক্ষা পেলেও, তাঁর গাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালদা: ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর গাড়িতে আবারও ধাক্কা। মানিকচক থেকে ইংরেজবাজারে ফেরার পথে বৃহস্পতিবার রাতে একটি কালো রঙের এসইউভি গাড়ি ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। যে গাড়িটি ধাক্কা মেরেছে, সেটি ইংরেজবাজারেরই এক তৃণমূল নেতার। দাবি বিজেপি বিধায়কের। উল্টোদিক থেকে এসে কালো এসইউভি গাড়িটি বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। বিধায়ক অল্পের জন্য রক্ষা পেলেও, তাঁর গাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক শ্রীরূপা মিত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে। ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান তিনি। এদিকে এক মাসের মধ্যে অল্প দিনের ব্যবধানে পর পর দু’বার দুর্ঘটনার কবলে পড়ল বিধায়কের গাড়ি। এর আগে বিজয়ার কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে মিল্কি পুলিশ ফাঁড়ির কাছে অন্য একটি গাড়ি ধাক্কা মেরেছিল বিধায়কের গাড়িতে। শ্রীরূপা মিত্রের দাবি, সেই গাড়িতেও ছিলেন তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যের আত্মীয়। এরপর গতরাতে আবার তৃণমূলের এক নেতার গাড়ির ধাক্কা বিজেপি বিধায়কের গাড়িতে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে দলীয় কর্মসূচি সেরে মানিকচক থেকে ইংরেজবাজারের দিকে আসছিলেন শ্রীরূপা মিত্র। সেই সময়েই উত্তর রামচন্দ্রপুরের চন্দনপাড়া এলাকায় উল্টোদিক থেকে আসা একটি এসইউভি গাড়ি বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। শ্রীরূপা মিত্র জানাচ্ছেন, উল্টোদিকের ওই গাড়ির সামনে একটি নীল রঙের বোর্ড লাগানো ছিল। তাতে ছিল তৃণমূল এক পদাধিকারীর প্লেট। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ওই গাড়িতে বসে ছিলেন ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের চেয়ারম্যান অনিকেত রায়।
অল্প দিনের ব্যবধানে পর পর দু’বার তাঁর গাড়িতে এভাবে ধাক্কা লাগায় বেজায় বিরক্ত বিজেপির মহিলা বিধায়ক। সরাসরি চক্রান্তের অভিযোগ না তুললেও, দুই ক্ষেত্রেই তৃণমূলের যোগের কথা উল্লেখ করেছেন তিনি। পুলিশ যাতে বিষয়টি তদন্ত করে দেখে, সেই দাবি জানিয়েছেন বিধায়ক।
এদিকে বৃহস্পতিবার রাতের ওই ঘটনার বিষয়ে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডুর বক্তব্য, “বিষয়টি আজ শুনলাম। হয়ত সামান্য ধাক্কা লেগেছে। কারও কোনও ক্ষতি হয়নি। সেক্ষেত্রে কার দোষ সেটা তো তদন্ত সাপেক্ষ। এর মধ্যে কোনও রাজনীতি নেই।”