Maldah: শ্বশুরের কুপ্রস্তাবের প্রতিবাদ, ঘর থেকে উদ্ধার নববধূর নিথর দেহ
Maldah: অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে তাঁর শ্বশুর কুনজরে দেখতেন ওই গৃহবধূকে। দেওয়া হয়েছিল বিভিন্ন অশ্লীল প্রস্তাবও। এমনকি মৃতার শাশুড়ি এই বিষয়টি বুঝতে পারলেও কোনও প্রতিবাদ করেনি বলে অভিযোগ
মালদহ: শ্বশুরের ‘কুনজর’, অশ্লীল প্রস্তাব। প্রতিবাদ করায় পুত্রবধূকে খুনের অভিযোগ। বছর দেড়েক আগে বিয়ে হওয়া গৃহবধূর দেহ মিলল শ্বশুরবাড়িতে। পলাতক শ্বশুর শাশুড়ি। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দক্ষিণ তালগ্রাম এলাকার ঘটনা। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে ওই গ্রামের বাসিন্দা যুবতীর বিয়ে হয়। কিন্তু মৃতার স্বামী ভিন রাজ্যে কর্মরত। শ্বশুর বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন মৃতা।
অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে তাঁর শ্বশুর কুনজরে দেখতেন ওই গৃহবধূকে। দেওয়া হয়েছিল বিভিন্ন অশ্লীল প্রস্তাবও। এমনকি মৃতার শাশুড়ি এই বিষয়টি বুঝতে পারলেও কোনও প্রতিবাদ করেনি বলে অভিযোগ। কিন্তু কিছুদিন আগে ওই গৃহবধূ শশুরের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এমনকি তাঁর বাবার বাড়িতে সবাইকে সমস্ত ঘটনা জানান।
বাবার বাড়ির লোকেরা গৃহবধূর স্বামীকেও বিষয়টি গিয়ে বলেন। সেই সময় তাঁর স্বামী বিষয়টি দেখার আশ্বাসও দেন। মৃতার বাবার বাড়ির লোকের অভিযোগ, তাঁদের মেয়ে প্রতিবাদ করেছিলেন। আর সেই রাগে তাঁর শ্বশুর শ্বাসরোধ করে খুন করেছেন।
যতক্ষণে মৃতার পরিবারের সদস্যরা বিষয়টা জানতে পেরে এসেছেন, ততক্ষণে সব শেষ। শ্বশুরবাড়ির একটি ঘরে মেঝেতে পড়েছিল দেহ। শশুর এবং শাশুড়ি দুজনেই পলাতক। তাঁদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।