Malda Train: আগামী কয়েকদিন বাতিল থাকবে এই-এই এক্সপ্রেস
Indian Railways: রেল সূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে উত্তরবঙ্গগামী একগুচ্ছে ট্রেন। সংশ্লিষ্ট তালিকায় রয়েছে তিস্তা তোর্সা এক্সপ্রেস,কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, কাটিহার এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস।

মালদহ: প্রায় এক সপ্তাহের মতো কাজ চলবে মালদহ ডিভিশনে। সেই কারণে একাধিক এক্সপ্রেস, মেমু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। জানা যাচ্ছে, ২৮ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মালদহ ডিভিশনে কাজ চলবে। সেই কারণেই সাময়িক এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। তবে, কাজ শেষ হলে আবার যেমন চলার চলবে।
রেল সূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে উত্তরবঙ্গগামী একগুচ্ছে ট্রেন। সংশ্লিষ্ট তালিকায় রয়েছে তিস্তা তোর্সা এক্সপ্রেস,কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, কাটিহার এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস। মূলত, ইন্টারলকিং কাজের জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
কোন-কোন ট্রেন বাতিল?
- ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস।
- ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
- ১৩১৮৯ শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস
- শিয়ালদহ-সহরসা হাটেবাজার এক্সপ্রেস
- হাওড়া-রাধিকাপু কুলিক এক্সপ্রেস
- নিউজলপাইগুড়ি-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
- মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
- বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস
তবে শুধু ট্রেন বাতিল নয়, এর পাশাপাশি কিছু-কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হতে পারে। এই কাজের কারণে উত্তরবঙ্গে যাওয়ার যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারেন।
