TMC leader Speech: ‘টাকা নিয়ে অযোগ্যদের টিকিট দিচ্ছে’, দলের বিরুদ্ধেই বিস্ফোরক টিএমসিপি নেতা
TMC leader Speech: নিজের দলের নেতাদের চোর বলে কটাক্ষ করতেও ছাড়েননি ওই টিএমসিপি নেতা। সোমবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা অঞ্চলের মস্তান মোড়ে যুব তৃণমূলের উদ্যোগে একটি কর্মসূচি ছিল। সেখানেই এ কথা বলেন তিনি।
মালদহ: টাকা নিয়ে টিকিট বিলোচ্ছেন তৃণমূল নেতা। না, কোনও বিরোধী নয়, খোলা মঞ্চে একথা বললেন তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা। দিল্লিতে যখন তৃণমূলের ধরনা কর্মসূচিতে অংশ নিচ্ছেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক, মালদহের এই ঘটনায় তখন স্পষ্ট হচ্ছে অন্তর্কলহের সুর। টিএমসিপি নেতার এই বক্তব্যের পর শাসক দলকে খোঁচা দিতে ছাড়ছেন না বিরোধী দলগুলিও। মালদহের হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছে ব্লক ছাত্র পরিষদ সভাপতি বিমান ঝা-কে। তাঁর সেই বক্তব্য রীতিমতো ভাইরাল। তাঁর দাবি, ব্লকে তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী কয়েকজন তৃণমূল নেতাই।
নিজের দলের নেতাদের চোর বলে কটাক্ষ করতেও ছাড়েননি ওই টিএমসিপি নেতা। সোমবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা অঞ্চলের মস্তান মোড়ে যুব তৃণমূলের উদ্যোগে একটি কর্মসূচি ছিল। কেন্দ্রীয় বঞ্চনা এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মূলত ছিল এই বিক্ষোভ কর্মসূচি। প্রকাশ্য মঞ্চে বিমান ঝা বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মানিক দাস সহ জেলার কিছু নেতাদের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন।
মঞ্চ থেকে ওই নেতা দাবি করেন, কয়েক জন নেতা টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট দিয়েছেন, তাই যোগ্য ব্যক্তিরা দল ছেড়ে দিয়েছেন। আর এই কারণেই সবকটা অঞ্চল হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই প্রসঙ্গে কুশিদা অঞ্চল তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী আব্দুর রসিদের কথাও উল্লেখ করেন ওই নেতা। নির্দলে লড়ে জয়ী হয়েছেন আব্দুল রসিদ, আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। বিমান ঝা-র অভিযোগ, ওই নেতারা গুণ্ডাবাহিনী দিয়ে চলন্ত গাড়িতে তাঁকে আক্রমণ করেছিলেন, চেষ্টা করেছিলেন প্রাণে মারার। মালদহের এই ব্লকে অবস্য আগেও নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে।
কংগ্রেস নেতা বলেন, “নিজেরাই নিজেদের চোর বলছে। এটাই তৃণমূলের পতনের কারণ হবে। আর বেশিদিন বাকি নেই। তাঁর কথায়, টিকিট বিক্রি হওয়া তৃণমূলে স্বাভাবিক ব্যাপার, এটা নতুন কিছু নয়।” দলটাই এরকম। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দলের কাজই চুরি করা।