Murshidabad Crime: ‘বরুণ আর বুবাই মহিলাকে প্যান্ট খুলে দেখাচ্ছিল, এরপরই…’
Murshidabad: জানা গিয়েছে, রবিবার দুপুরে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয় সীতা ঘোষের। সেই সময় দুই যুবক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনায় গুরুতর যখম হয় সীতা ঘোষ ও তাঁর মেয়ে রুপালি হাজরা। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সীতা ঘোষকে মৃত বলে জানান।
বেলডাঙা: প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা লেগেছিল। অশান্তি চলছিল। তবে তার ফল এই হবে কেউ হয়ত স্বপ্নেও কল্পনা করেনি। সামান্য জলের পাইপ নিয়ে বচসার জন্য প্রাণ দিতে হল মহিলাকে। অভিযোগ, কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। মৃতের নাম সীতা ঘোষ(৩৪)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাড্ডা গ্রামে।
জানা গিয়েছে, রবিবার দুপুরে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয় সীতা ঘোষের। সেই সময় দুই যুবক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনায় গুরুতর যখম হয় সীতা ঘোষ ও তাঁর মেয়ে রুপালি হাজরা। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সীতা ঘোষকে মৃত বলে জানান।
বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রূপালী হাজরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। এ দিন, প্রতিবেশী এক যুবক অভিযোগ করে বলেন, “বরুণ আর বুবাই মহিলাকে প্যান্ট খুলে দেখাচ্ছিল। তারপর দুই ভাই হাতে কাটারি নিয়ে আসে। তারপর সীতাকে কোপায়। ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” আহত রূপালি হাসপাতালের বেডে শুয়ে বলেন, “আমি বাপের বাড়ি গিয়েছি। সেই সময় দেখলাম আমার দিদার সঙ্গে ঝামেলা হচ্ছে। জলের পাইপ নিয়ে গন্ডগোল হচ্ছে। আমায় আর মাকে ওরা দুই ভাই বলছে আমি যেন অশান্তিতে নাক না গলাই। তারপর আমায় আর মার দিকে তেড়ে আসে।”