Mid Day Meal: নিম্নমানের মিড ডে মিল, শিক্ষকদের ঘেরাও অভিভাবকদের
Malda: এদিন একের পর এক অভিযোগ তুলে শিক্ষকদের অফিস ঘরে তালা বন্দি করে দেয়। তবে প্রধান শিক্ষিকা ছিলেন না।
মালদহ: মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে গুচ্ছের অভিযোগ। প্রতিবাদে স্কুল শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, নিয়মিত মিড ডে দেওয়া হয় না স্কুলে। হলেও তা খাওয়ার অযোগ্য। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিশচন্দ্রপুর-২ ব্লক এলাকার মীরপাড়া তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন প্রধান শিক্ষিকা স্কুলে আসেননি। সেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবকরা। শাসকদলের নাম করে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মীরপাড়া তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে অনিয়ম চলছে। নিয়মিত মিড ডে মিল রান্না হয় না। তাঁরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু সাহার বাড়িতে মিড ডে মিল রান্না হয়। স্কুলে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। শিক্ষক-শিক্ষিকা বা ছাত্র-ছাত্রীদের জন্য কোনও আলাদা শৌচালয় নেই।
অভিযোগ রয়েছে আরও। পাশের ফুলহর নদীতে গিয়ে খাবার থালা-বাসন ধুতে হয় ছাত্র-ছাত্রীদেরই। এই বিষয়ে প্রধান শিক্ষিকা মঞ্জু সাহাকে গ্রামবাসীরা অভিযোগ করলে তিনি নিজেকে তৃণমূলের প্রভাবশালী নেতা বলে উল্টে গ্রামবাসীদেরই হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
স্কুলের শিক্ষক আদিত্যকুমার সাহা বলেন, “আমরা নিয়মিত স্কুলে আসি। আজও এসেছি। টিআইসি আজ আসেননি। আমাদের কিছু জানাননি। ফোনও ধরেননি। এদিকে গ্রামবাসী আমাদের উপর চড়াও হন। মিড ডে মিল ভাল দেওয়া হচ্ছে না বলেন। আমরা বললাম, আমরা তো সহকারি শিক্ষক। আমাদের তো কিছু করার নেই। টিচার ইনচার্জ যেভাবে চালান, সেভাবেই চালানো হয়। আমরা বলেছি ওনাকে, বাচ্চাদের একটু ভাল খাবার খাওয়ান। উনি শোনেন না।”
এরপরই এদিন একের পর এক অভিযোগ তুলে শিক্ষকদের অফিস ঘরে তালা বন্দি করে দেয়। তবে প্রধান শিক্ষিকা এদিন ছিলেন না। পাশাপাশি ওই স্কুলের সহ-শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা স্কুলের বিভিন্ন ফান্ড স্কুলের স্বার্থে ব্যবহার করার জন্য প্রধান শিক্ষিকাকে বলে আসছিলেন। কিন্তু তিনি কোনও কথাই শোনেননি। এদিকে এই বিষয়ে মঞ্জু সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে হরিশচন্দ্রপুর-২’র বিডিও বিজয় গিরি সমস্ত ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।