Murshidabad: অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি টাকা জালিয়াতির অভিযোগ
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আবদুল রউফ, সাহাবুল শেখ ও রাকেশ শেখ। অভিযুক্তদের বাড়ি হরিহরপাড়ার ডল্টনপুর গ্রামে। আর রাকেশ শেখের বাড়ি চোঁয়া অঞ্চলের শিবনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ মঙ্গলবার কাবিরন বিবি নামে এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন বহরমপুর সাইবার ক্রাইম থানায়।

মুর্শিদাবাদ: অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার। আর তারপরই সাত কোটি টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার জালিয়াতির চক্রের তিন পান্ডা। জানা গিয়েছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সেই তিন যুবককে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার সহযোগিতায় বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আবদুল রউফ, সাহাবুল শেখ ও রাকেশ শেখ। অভিযুক্তদের বাড়ি হরিহরপাড়ার ডল্টনপুর গ্রামে। আর রাকেশ শেখের বাড়ি চোঁয়া অঞ্চলের শিবনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ মঙ্গলবার কাবিরন বিবি নামে এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন বহরমপুর সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগ পেতেই তদন্তে নামে হরিহরপাড়ার পুলিশ। পরবর্তীতে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর ছেলের অ্যাকাউন্ট থেকে প্রায় সাত কোটি টাকা প্রতারণা হয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে জেলা আদালতে তোলা হয়েছে।
পুলিশ আধিকারিক বলেন, “আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল। জানতে পেরেছিলাম যে মহিলার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। কোটি টাকা উদ্ধার হয়েছে। এরপর আমরা তদন্ত শুরু করি। তারপর অভিযুক্তদের পাকড়াও করি।”
