AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIMIM: ‘বাবরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করে হুমায়ুন কেবল হুঙ্কার ছেড়েছিলেন, ২ দিন পরই তৃণমূলে ভাঙন

AIMIM Joining: সোমবার সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা এলাকায় তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু এলাকায় যোগদান বেড়েই চলেছে। এক যোগদানকারী বললেন, "অন্যায়, দুর্নীতি আর ভণ্ড রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হলে মাঠে নেমে মিম-কেই শক্তি দিতে হবে। তাই যোগ!"

AIMIM:  'বাবরি'র ভিত্তিপ্রস্তর স্থাপন করে হুমায়ুন কেবল হুঙ্কার ছেড়েছিলেন, ২ দিন পরই তৃণমূলে ভাঙন
তৃণমূল ছেড়ে মিমে যোগদান!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2025 | 1:44 PM
Share

মুর্শিদাবাদ:  বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ প্রতিষ্ঠা থেকেই বঙ্গ রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছে। নিজের দল গড়ার কথাও ঘোষণা করেছেন, প্রস্তুতিও সারা। রবিবারই TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন জানিয়েছেন, মিম জোট করতে রাজি! আর তাঁর এহেন বয়ানের ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে মিমে যোগদান প্রায় ৫০ জন তৃণমূল কর্মীর।

সোমবার সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা এলাকায় তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু এলাকায় যোগদান বেড়েই চলেছে। এক যোগদানকারী বললেন, “অন্যায়, দুর্নীতি আর ভণ্ড রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হলে মাঠে নেমে মিম-কেই শক্তি দিতে হবে। তাই যোগ!”

এমনিতেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শাসকদলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অস্বস্তি ঠিক কত দূর গিয়ে পৌঁছবে, তা এখনই আঁচ করা যাচ্ছে না। হতে পারে, সেই আঁচ গিয়ে পড়তে পারে বিধানসভা নির্বাচনের ফলেও। এমনিতে নতুন দল করে ৯০ টি আসনকেই টার্গেট করছেন হুমায়ুন। হুমায়ুন হুঙ্কার দিয়েছিলেন, বিধানসভায় ফল গুনতে হবে তৃণমূলকে।  রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আবার মিমের প্রবেশ! মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছে এক জটিল সমীকরণ। অভিজ্ঞদের মতে, যা তৃণমূলের যথেষ্টই বিড়ম্বনার কারণ।

রঘুনাথগঞ্জে আগে থেকেই সংগঠন কিছুটা মজবুত করেছে মিম। বুথ স্তরেও সংগঠন করতে সক্ষম হয়েছে। রঘুনাথগঞ্জের পাশে লালগোলায় একজন জনপ্রতিনিধি রয়েছেন। হুমায়ুন কবীরের সঙ্গে যদি সত্যিই জোট হয়, তাহলে মিম মুর্শিদাবাদের মাটিতে বাড়তি নিঃশ্বাস পাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মিমের জেলা সভাপতি আসাদুল শেখ বলেন, “তৃণমূল ছেড়ে ৫০ জন এসেছেন। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটাররা জেনে গিয়েছে, তৃণমূল ভণ্ড রাজনীতি করে। ছলনা করে ভোট নিয়েছে। মানুষ ঠগিয়েছে। আগামী দিনে মুর্শিদাবাদে তৃণমূলের কোনও জায়গা থাকবে না।”

অন্যদিকে, এলাকার তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টিই উড়িয়ে দিয়েছে। রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ বলেন, “আমার এই মুহূর্তে জানা নেই. আমার দলের কেউ মিমে যোগ দিয়েছেন। সম্পূর্ণটাই ভুয়ো।”