Murshidabad Blast: ভোটের মুখে মুর্শিদাবাদে বিস্ফোরণ, কবজির নীচ থেকে উড়ে গেল যুবকের হাত
Murshidabad: মাঠের আলের পাশে কাজ করছিলেন ওই ব্যক্তি। জমিতে কোদাল দিয়ে কাজ করার সময়েই আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনতে পেয়ে মাঠে সে সময়ে যাঁরা কাজ করছিলেন, তাঁরা ছুটে আসেন।

মুর্শিদাবাদ: ভোটের মুখে বাংলায় বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ঘটনাস্থল মুর্শিদাবাদের দৌলতাবাদের চোয়াডাঙার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠের আলের পাশে কাজ করছিলেন ওই ব্যক্তি। জমিতে কোদাল দিয়ে কাজ করার সময়েই আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনতে পেয়ে মাঠে সে সময়ে যাঁরা কাজ করছিলেন, তাঁরা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় জমির মধ্যে পড়ে রয়েছে ওই ব্যক্তি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। বিস্ফোরণের অভিঘাতে ওই ব্যক্তির কবজির নীচ থেকে হাত উড়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্ফোরণস্থলে তল্লাশি চালিয়ে আলের শেষ প্রান্ত একাধিক তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাজা বোমা উদ্ধারের ঘটনায় মুর্শিদাবাদ বরাবরই শিরোনামে থেকেছে। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী পর্যায়েও বারবার মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল পুলিশ প্রশাসনও। এবারে এত তাজা বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





