Adhir Chowdhury: ‘দাদাকে ভালবাসি’, গ্রামের মহিলারা গরু-ছাগল বেচে জমানো অর্থ তুলে দিলেন অধীরকে

Adhir chowdhury: রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এসে উপস্থিত হন এগারো জন মহিলা। আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। তারপরও যেটুকু পেরেছেন সেইটুকুই অধীর চৌধুরীর হাতে তুলে দিয়েছেন। এই চিন্তা ভাবনা দেখে আপ্লুত অধীর চৌধুরী।

Adhir Chowdhury: 'দাদাকে ভালবাসি', গ্রামের মহিলারা গরু-ছাগল বেচে জমানো অর্থ তুলে দিলেন অধীরকে
অধীর চৌধুরী, কংগ্রেস নেতাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 3:39 PM

বহরমপুর: দাদাকে ভালবাসেন। তাই নিজেদের জমানো টাকা কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর হাতে তুলে দিলেন গ্রামের মহিলারা। নিজেদের পোষ্য গরু-ছাগল বেচে সেই জমানো টাকা দিয়ে দিলেন অধীরের হাতে।

বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি থানার রণগ্রাম এলাকা। সেখানেই এগারোজন মহিলা অধীর চৌধুরীকে ১১ হাজার টাকা সহযোগিতা করেন। একটানা পাঁচবার লড়াই করে জিতেছেন অধীর। এবারও লড়ছেন। ওই মহিলারা জানিয়েছেন দীর্ঘদিন বহরমপুর সংসদের জন্য কিছু করার ইচ্ছা ছিল। তারপরই এই সিদ্ধান্ত।

রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এসে উপস্থিত হন এগারো জন মহিলা। আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। তারপরও যেটুকু পেরেছেন সেইটুকুই অধীর চৌধুরীর হাতে তুলে দিয়েছেন। এই চিন্তা ভাবনা দেখে আপ্লুত অধীর চৌধুরী। নীলমণি মণ্ডল নামে এক গ্রামবাসী বলেন, “আমরা মা বোনেরা মিলে অনেকদিন ধরেই ভাবছিলাম। তবে দাদার কাছে তো আমরা সব সময় আসতে পারি না। তাই আমরা ধীরে-ধীরে টাকা জমাচ্ছিলাম। আমাদের গ্রামের পরিমলদা ব্যবস্থা করে দিয়েছেন যাতে দাদার হাতে টাকা তুলে দিতে পারি। দাদাকে টাকা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। যতটা পেরেছি ততটাই দিয়েছি। দাদার কাজ, সাহস, অনুপ্রেরণা দেখেই এই কাজের উদ্যোগ নিয়েছি।”